পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গুলি করে যুবকর্মীকে খুন

ভারতীর মোড় এলাকার বাসিন্দা রহিম শেখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ছিলেন । গত রাতে বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি । তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন । তাঁরাও তৃণমূল যুব কংগ্রেসের কর্মী । অভিযোগ, রাস্তায় তাঁদের ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা । প্রথমে মারধর করে । তারপর গুলি চালায় । গুলিবিদ্ধ হয় পাঁচজন । পাশাপাশি দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করে ।

died
মৃতদেহ

By

Published : Dec 28, 2019, 12:38 PM IST

বাসন্তী, 28 ডিসেম্বর : তৃণমূল যুব কংগ্রেসের এক কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে । মৃতের নাম রহিম শেখ । অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা মন্টু গাজ়ির মদতেই খুন করা হয়েছে রহিমকে । ঘটনায় আরও চার তৃণমূল যুব কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভারতীর মোড় এলাকার ঘটনা ।

ভারতীর মোড় এলাকার বাসিন্দা রহিম শেখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ছিলেন । গত রাতে বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি । তাঁৎ সঙ্গে আরও কয়েকজন ছিলেন । তাঁরাও তৃণমূল যুব কংগ্রেসের কর্মী । অভিযোগ, রাস্তায় তাঁদের ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা । প্রথমে মারধর করে । তারপর গুলি চালায় । গুলিবিদ্ধ হয় পাঁচজন । পাশাপাশি দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করে ।

খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে যায় । পুলিশ দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা । গুলিবিদ্ধ পাঁচজনকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে । সেখানে মৃত বলে ঘোষণা করা হয় রহিম শেখকে । বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন । মৃতদেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

বাসন্তীর তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা মন্টু গাজ়ির মদতেই খুন করা হয়েছে রহিমকে । যদিও অভিযোগ অস্বীকার করেছে মন্টু গাজ়ি । তিনি জানান, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগাযোগ নেই । পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটেছে ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এলাকায় ফের যাতে অশান্তি না হয়, তাই সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details