পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Agitation in Baruipur : বহিরাগত প্রার্থী মানব না, তৃণমূল কর্মীদের বিক্ষোভে উত্তাল বারুইপুরের 17 নম্বর ওয়ার্ড - বারুইপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে এলাকার প্রার্থী চেয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফেস্টুন টাঙালেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা

বারুইপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে এলাকার প্রার্থী চেয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফেস্টুন টাঙালেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা (TMC workers show Agitation) । ফেস্টুনে লেখা, ‘17 নম্বর ওয়ার্ডে বহিরাগত প্রার্থীকে মানছি না, মানব না ।’

TMC Agitation in Baruipur
বহিরাগত প্রার্থী মানব না, তৃণমূল কর্মীদের বিক্ষোভে উত্তাল বারুইপুরের 17 নম্বর ওয়ার্ড

By

Published : Jan 25, 2022, 11:55 AM IST

Updated : Jan 25, 2022, 12:15 PM IST

বারুইপুর, 25 জানুয়ারি : দরজায় কড়া নাড়ছে পৌরসভা নির্বাচন । তার মধ্যেই পৌরভোটের প্রার্থী নিয়ে বিক্ষোভ শুরু হল বারুইপুরে । পৌরভোটে এবার 17 নম্বর ওয়ার্ডে এলাকার প্রার্থী চেয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফেস্টুন টাঙালেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা (TMC workers show Agitation) ।

ফেস্টুনে লেখা, ‘17 নম্বর ওয়ার্ডে বহিরাগত প্রার্থীকে মানছি না, মানব না ।’ ‘17 নম্বর ওয়ার্ডে বয়স্ক ও অসুস্থ বহিরাগত প্রার্থী চাই না । এবার এলাকার প্রার্থীকেই চাই ।’ এই ঘটনাকে ঘিরে চাপানউতোর শুরু হয়েছে এলাকায় ।

17 নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরপ্রশাসক শক্তি রায়চৌধুরী । তিনি বলেন, ‘‘বিরোধী দলের চক্রান্তে 17 নম্বর ওয়ার্ডের মানুষ বিভ্রান্ত হচ্ছেন না । 17 নম্বর ওয়ার্ডের মানুষ যাকে ঠিক করবেন, তাঁকেই দল সবকিছু দেখে প্রার্থী করবে । তবে যারা ফেস্টুন টাঙাচ্ছে তাঁরা ওয়ার্ডের লোক কিনা আমার সন্দেহ আছে । মানুষ আমার থেকে কী কী পরিষেবা পেয়েছে তা ওই ওয়ার্ড ঘুরলেই পরিষ্কার হবে । মানুষই জবাব দেবে।’’

বারুইপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে এলাকার প্রার্থী চেয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফেস্টুন টাঙালেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা ।

আরও পড়ুন :চিড়িয়াখানায় কর্মী ইউনিয়ন দখল ঘিরে তৃণমূল-বিজেপির মধ্যে গন্ডগোল

বারুইপুর পৌরসভার ওয়ার্ডের সংখ্যা 17 । এই 17 নম্বর ওয়ার্ড থেকেই টানা তিনবার পৌরপ্রশাসক নির্বাচিত হলেও শক্তি রায়চৌধুরী আদপে 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । এদিন 17 নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা জিবোস কলোনি মোড়, নজরুল সরণী মোড় এলাকায় মিছিল করে গিয়ে ফেস্টুন টাঙিয়ে দেন ।

Last Updated : Jan 25, 2022, 12:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details