গোসাবা, 28 জুন: এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বামদল আরএসপির বিরুদ্ধে ৷ মঙ্গলবার রাতে গোসাবায় এই গুলি চালানোর ঘটনায় এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ গুলি চালানোর ঘটনায় মোট 6 জনকে আটক করা হয়েছে ৷ উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ৷ সোমবারই মুর্শিদাবাদে চারজন গুলিবিদ্ধ হন ৷ এদিনের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন ৷
ভোটের আর মাত্র 10 দিন বাকি ৷ তার আগে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে ৷ মঙ্গলবার সকালে কোচবিহারের দিনহাটায় গোলাগুলি চলে ৷ তাতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ৷ এদিন রাতেও দিনহাটায় ফের গুলি চালানোর ঘটনা ঘটে ৷ এই ঘটনায় বিজেপিকে দায়ী করেছে তৃণমূল ৷
দক্ষিণ 24 পরগনার গোসাবায় আরএসপি নেতারা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল । এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী ৷ গোসাবা বিধানসভা এলাকার মধ্যে পাঠানখালি গ্রামপঞ্চায়েতে মাঝে মধ্যেই রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ কয়েকদিন আগে ওই গ্রামপঞ্চায়েত এলাকায় শাসকদলের সঙ্গে আরএসপি-র সংঘর্ষের ঘটনা ঘটে ৷ ফের সেই গ্রামেই চলল গুলি ৷