বারুইপুর, 17 ডিসেম্বর: জয়নগরের পর এবার বারুইপুরে খুন তৃণমূল নেতা ৷ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত বলবন এলাকায় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সাইদুল শেখ (36) ৷ এই ঘটনায় ইতিমধ্যে 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী বলেন, "গতকাল একটি জমি বিবাদকে কেন্দ্র করে সাইদুল শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয় ৷ পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বেশ কয়েকজনের নামে ৷ এই খুনের ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে ৷"
তৃণমূল কর্মী সাইদুলকে খুনের অভিযোগ উঠেছে বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে ৷ সাইদুল পেশায় গাড়িচালক ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বাড়ির পাশে একটি জায়গায় গাড়ি রাখাকে কেন্দ্র করে কয়েকজনের প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বাধে সাইদুলের ৷
অভিযোগ, এরপর বেশ কয়েকজন সাইদুলকে বেধড়ক মারধর করে ৷ এমনকী সাইদুলের পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে ৷ রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাইদুল ৷ এরপর সাইদুলের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যায় ৷ রবিবার সকালে বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাইদুলের ৷
সাইদুলের পরিবারের দাবি, সাগির, আজিজুল, সাদ্দাম ও তাঁর দলবলেরা সাইদুলকে পরিকল্পনা করেই খুন করেছে ৷ ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ বারুইপুর ব্লকের সাংগঠনিক তৃণমূলের সভাপতি গৌতম দাসের দাবি, সাইদুল তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন ৷ পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই সাইদুলকে পরিকল্পনামাফিক খুনের ছক করছিল বিজেপি ও সিপিএম সমর্থকেরা ৷
গতকাল সাইদুলকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে ৷ তৃণমূল সভাপতি পুলিশ প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন ৷ যদিও বিরোধী দলের নেতাদের কাছ থেকে এই অভিযোগের পালটা কোনও মন্তব্য পাওয়া যায়নি ৷ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ৷ অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ৷
আরও পড়ুন:
- নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের অঞ্চল সভাপতির
- জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক
- জয়নগরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক, 10 দিনের পুলিশি হেফাজত অভিযুক্তের