গোসাবা, 29 নভেম্বর: তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে গোসাবা থানার শম্ভুনগর এলাকায় ৷ গুলিতে জখম হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক মনোরঞ্জন মণ্ডল । স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে । বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে (TMC worker allegedly shot by BJP in Gosaba South 24 Parganas) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মী মনোরঞ্জন মণ্ডল এদিন সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন । অভিযোগ, সেই সময় তৃণমূল নেতা চিত্ত ওরফে বরুণ প্রামাণিকের নেতৃত্বে অসিত মণ্ডল ও দেবু হালদার আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ ওই তৃণমূল কর্মীর পিঠে গুলি লাগলে সাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি । দুষ্কৃতীরা সঙ্গে সঙ্গে পালিয়ে যান ।
হাসপাতালে চিকিৎসাধীন গুলিতে জখম তৃণমূল কর্মী আরও পড়ুন: গোসাবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ! বিজয়া সম্মিলনীতে নেই বিধায়ক
তাঁর আরও অভিযোগ, চিত্ত ওরফে বরুণ প্রামাণিক গত বিধানসভা ভোটে হেরে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় । কিন্তু নামেই তৃণমূল ৷ আসলে বিজেপির ছায়ায় এমন সন্ত্রাস চালাচ্ছে তারা ৷ অন্যদিকে ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা চিত্ত ওরফে বরুণ প্রামাণিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি প্রায় চারদিন ধরে শ্বাসকষ্টে ভুগছি ৷ অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম ৷ দু'দিন হল বারুইপুরের বাড়িতে রয়েছি । ঘটনায় আমাকে জোর করে কালিমালিপ্ত করতে চাইছে ৷ পুলিশকে বলেছি যারা এই কাজে যুক্ত, তাদের গ্রেফতার করে শাস্তি দিক ৷ এমন ঘটনা মেনে নেওয়া যায় না ৷" অন্যদিকে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷