বিষ্ণুপুর, 15 জুলাই:ফের দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন ৷ এবার বিষ্ণুপুরে ৷ শুক্রবার রাতে তৃণমূল কর্মী প্রলয় মণ্ডলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় । ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১০টা নাগাদ দক্ষিণ বাগি এলাকায় বাইকে করে বাড়ি ফিরছিলেন প্রলয়। তখনই তাঁকে একেবারে সামনে থেকে খুন করে দুষ্কৃতীরা ।
নিহত প্রলয় মণ্ডল তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন ৷ পাশাপাশি তিনি প্রোমোটিংয়ের কাজ করতেন । শুক্রবার রাতে হামলার পর তাঁকে আমতলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় এলাকার এক দুষ্কৃতীর উপর অভিযোগের তীর । প্রলয়ের মা তরুলতা মণ্ডল জানাচ্ছেন, বীরেন মন্ডল নামে ওই দুষ্কৃতী তাঁর ছেলেকে গুলি করে খুন করে । যদিও, স্থানীয়রা জানাচ্ছেন, বীরেন মণ্ডল দীর্ঘদিন ওই এলাকার বাইরে ।
প্রলয়ের পরিবারের দাবি, বীরেন না থাকলেও তার নির্দেশেই গুলি চলে । জানা যাচ্ছে, ভাই প্রণব মণ্ডলকে সমাজ বিরোধী কার্যকলাপ থেকে সরিয়ে আনতে চেয়েছিলেন প্রলয় । বীরেনের সঙ্গেই আগে সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন প্রণব । 2021 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় প্রণব । তারপর থেকেই শত্রুতার সূত্রপাত । বিজেপির হয়ে বীরেন কাজ করায় রাজনৈতিক দ্বন্দ বাড়তে শুরু করে ।