বাসন্তী, 4 জুলাই: ফেল গুলি চলল দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ৷ গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। সোমবার রাজ্যপাল সন্ত্রাস কবলিত বাসন্তী থেকে ফিরে যেতে না যেতেই গুলিযুদ্ধ বাসন্তীতে ৷ আহত তৃণমূল কর্মীর নাম খগেন খুটিয়া ৷ বয়স 55 বছর ৷ গুরুতর জখম অবস্থায় তৃণমূল কর্মীকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷
সোমবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর নফরগঞ্জ গ্রামপঞ্চায়েতের চৌরঙ্গির কাছে ৷ এই ঘটনায় তৃণমূল বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে ৷ স্থানীয় সূত্রে খবর, খগেন-সহ অন্য তৃণমূল কর্মীরা ওই এলাকায় ভোটের কাজ করছিলেন ৷ অভিযোগ, সেই সময় মোটর বাইকে চেপে দুষ্কৃতীরা এসে গুলি চালিয়ে চলে যায় ৷
পায়ে গুলি লাগে তৃণমূল কর্মী খগেন খুটিয়ার ৷ ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ৷ এই গুলি চালনার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ তবে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷