পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: ভাঙড়ের পর বাসন্তী, গুলিতে মৃত্যু তৃণমূল কর্মীর - TMC worker allegedly shot

দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে গুলিতে প্রাণ হারালেন তৃণমূল কর্মী ৷ তাঁর মাথা ও পেটে গুলি লাগে ৷ এলাকাবাসী জানিয়েছে, কয়েকজন দুষ্কৃতী এসে খুন করেছে ৷ এর পিছনে কোনও রাজনৈতিক কারণ আছে কি না, সে বিষয়ে কেউ কোনও মন্তব্য করতে চাননি ৷ এমনকী তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল খুনের সঙ্গে রাজনৈতিক বিবাদের কথা অস্বীকার করেছেন ৷

ETV Bharat
তৃণমূল নেতা খুন

By

Published : Jul 2, 2023, 8:12 AM IST

দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে গুলিতে নিহত তৃণমূল কর্মী

বাসন্তী, 2 জুলাই: পঞ্চায়েত ভোটের আগে ফের ঝরল রক্ত ৷ এবার দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে দুষ্কৃতীদের গুলিতে 'খুন' যুব তৃণমূল কর্মী ৷ শনিবার রাতে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় তিনি বাড়ি ফেরার সময় রাস্তায় গুলি চলে ৷ রক্তাক্ত অবস্থায় জিয়ারুল মোল্লা নামের ওই যুবককে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনার পর রাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ আর 6 দিন বাকি পঞ্চায়েত ভোটের ৷ মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে ৷

জানা গিয়েছে, শনিবার সন্ধে থেকে বাসন্তী এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল ৷ ভোটের প্রচারকে কেন্দ্র করে উভয় পক্ষের সদস্যদের মধ্যে তপ্ত বাক্য বিনিময় হয় ৷ সেই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷ পুলিশ লাঠিচার্জও করেছে বলে অভিযোগ ওঠে ৷ এরপর সন্ধের দিকে ফের নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ রাত 9টা নাগাদ গুলি চলে ফুলমালঞ্চ এলাকায় ৷

আরও পড়ুন: তিন মাস অন্তর পঞ্চায়েতের কাজের পর্যালোচনা করার বার্তা অভিষেকের

ফুলমালঞ্চ এলাকার বাসিন্দা, বছর চল্লিশের জিয়ারুল ৷ তিনি এলাকায় যুব তৃণমূল কর্মী বলেই পরিচিত ৷ এমনিতেই বাসন্তী-সহ দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকায় যুব তৃণমূলের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে তৃণমূলের ৷ সূত্রে জানা গিয়েছে, বাইকে এসে তাঁকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায় ৷ মাথায় ও পেটে গুলি লাগে জিয়ারুলের ৷ মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল কর্মী ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জিয়ারুলের উপর হামলাও কোনও গোষ্ঠী দ্বন্দ্বেরই ফল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

তবে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা জানান, "চারজন এসে জিয়ারুলকে গুলি করে খুন করা হয়েছে ৷ কারা করেছে, জানি না ৷ ও দলের সক্রিয় কর্মী ছিল ৷ যে বা যারা এর সঙ্গে জড়িত, কোনও রং না দেখে তাদের দ্রুত গ্রেফতার করা হোক ৷ দলও এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে ৷" এদিকে এলাকাবাসী এই খুনের বিষয়ে মুখ খুলতে চাননি ৷ তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলও জানিয়েছেন, এই খুন রাজনৈতিক নয় ৷

আরও পড়ুন: 'নেতাদের মাথা চাই' ! বেলপাহাড়িতে ফের মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক

ABOUT THE AUTHOR

...view details