পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"এটার দরকার ছিল", দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগ কার্যত স্বীকার তৃণমূল কর্মীর - দিলীপ ঘোষের উপর হামলা

দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷ তবে হামলার অভিযোগ কার্যত স্বীকার করলেন অন্যতম মূল অভিযুক্ত জহিরউদ্দিন ৷

Accused TMC Worker
মূল অভিযুক্তের

By

Published : Jul 2, 2020, 1:39 AM IST

কলকাতা, 1 জুলাই : দিলীপ ঘোষের উপর হামলার কথা কার্যত স্বীকার করে নিলেন অন্যতম মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জহিরুদ্দিন ফকির ৷ তিনি বলেন, "আজকের এই কাজটা করার দরকার ছিল ৷ কারণ কিছুদিন আগেই উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে চাল দেয় তা গোরু ছাগলেও খায় না ৷" যদিও দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন আর এক মূল অভিযুক্ত তৃণমূল নেতা মহসিন গাজ়ি ৷ তাঁর বক্তব্য, জনগণ ক্ষুব্ধ হয়ে দিলীপ ঘোষের উপর চড়াও হয়েছে ৷ আর তা থেকে দিলীপ ঘোষকে বাঁচিয়েছে তৃণমূল ৷

আজ সকালে নিউটাউনে নিজের বাসভবনের কাছে শিরিস তলা এলাকায় চা খেতে গিয়েছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আর তখনই হামলার মুখে পড়েন তিনি ৷ এই ঘটনায় বামনঘাটার তৃণমূলের কনভেনার মহসিন গাজ়ি ও স্থানীয় তৃণমূল কর্মী জহিরউদ্দিন ফকির সহ 40 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে ৷

কী বলছেন অভিযুক্ত তৃণমূল কর্মী

এই ঘটনার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয় BJP-র তরফে ৷ তৃণমূলের তরফে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয় ৷ ফিরহাদ হাকিম বলেন, "ওনার উপর তৃণমূল কেন হামলা করবেন ? উনি যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছেন আর যা ইচ্ছে বলছেন ৷"

যখন তৃণমূল নেতারা এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করছেন তখন অন্যতম মূল অভিযুক্ত জফিরুদ্দিন ফকির সেকথা কার্যত স্বীকার করে নিয়েছেন ৷ তিনি বলেন, "আজ এই কাজটা করা দরকার ছিল ৷ কারণ কিছুদিন আগেই উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে চাল দেয় তা গোরু ছাগলেও খায় না ৷ আমরা যে ওঁকে বাঁচিয়ে ফিরিয়ে দিয়েছি সেটা ওঁর কপালের জোর ৷ কারণ বহু জায়গায় ও বলেছে যে ওর বুকের পাটা আছে ৷ কে কী করে দেখবে ৷ সেক্ষেত্রে আমরা দেখিয়েছি যে ওর বুকের পাটা কতটা ৷ " যদিও দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে জহিরুদ্দিন ৷ বলেন, দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করেছে BJP কর্মীরাই ৷

জহিরুদ্দিন অভিযোগ কার্যত স্বীকার করে নিলেও হামলার কথা অস্বীকার করেছে অন্য অভিযুক্ত বামনঘাটার তৃণমূলের কনভেনার মহাসিন গাজ়ি ৷ বলেন, "এটা হামলা নয় ৷ দিলীপ ঘোষের লোকজন এলাকায় শান্তি নষ্ট করছে ৷ কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় না রেখে একটি দলের রাজ্য সভাপতি চা খেতে এসেছে ৷ সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে তৃণমূলের কর্মীরা এসেছিল ৷ কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়েক গালিগালাজ করে ৷ আর তখনই মানুষ ক্ষুব্ধ হয়ে এই কাজ করে ৷ " তবে ঘটনার সময় সেখানে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন মহসিন গাজ়ি ৷

ABOUT THE AUTHOR

...view details