বজবজ, 9 ফেব্রুয়ারি : বজবজ পৌরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে নিল তৃণমূল কংগ্রেস (TMC wins in Budge Budge Municipality before Election) ৷ আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভার ভোট (Bengal Civic Polls 2022) ৷ আজ, বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ সেই সময়সীমা শেষ হতেই দেখা গেল যে দক্ষিণ 24 পরগনার ওই পৌরসভায় এবার তৃণমূলের বোর্ড গঠিত হতে চলেছে ৷
বজবজ পৌরসভায় মোট 20টি ওয়ার্ড রয়েছে । তার মধ্যে 13 ওয়ার্ডে কোনও বিরোধী দলের প্রার্থী মনোনয়ন জমা দেননি ৷ ফলে ওই ওয়ার্ডগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল ৷ বজবজ পৌরসভার বোর্ড গঠনে প্রয়োজন ছিল 11 জন কাউন্সিলরের ৷ তাই তার থেকে দু’জন অতিরিক্ত কাউন্সিলর ভোটের আগেই নিশ্চিত করে ফেলল শাসক দল ৷
স্বাভাবিকভাবেই এই নিয়ে উৎসব শুরু হয়েছে বজবজে ৷ ওয়ার্ডে ওয়ার্ডে বিজয় মিছিল শুরু করেছে তৃণমূল ৷ তৃণমূলের প্রার্থীদের দাবি এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় । তাঁরা বলছেন, বাংলার মানুষ তৃণমূলের বিভিন্ন প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই পাচ্ছে । বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করতে চিন্তিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) । 27 ফেব্রুয়ারি যেখানে যেখানে নির্বাচন হবে, সেখানে সেখানেও বাংলার মানুষ দু’হাত ভরে তৃণমুলকেই আশীর্বাদ করবে ।