কাকদ্বীপ, 4 জুন:শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 275 জনের ৷ মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে । ভয়াবহ এই দুর্ঘটনায় ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার 19 জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহতদের মধ্যে কমপক্ষে 105 জন এই জেলার ৷ এখনও খোঁজ মেলেনি জেলার বিভিন্ন প্রান্তের 41 জনের ৷ এই অবস্থাতেও শুরু হয়েছে রাজনীতি ৷ মৃতদের পরিবারবর্গের সঙ্গে দেখা করতে গিয়ে রবিবার কাকদ্বীপে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে ৷
ওড়িশায় এই দুর্ঘটনার বলি হয়েছে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের তিন বাসিন্দার ৷ রবিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে কাকদ্বীপে যান অগ্নিমিত্রা পল । এদিন কাকদ্বীপের মধুসূদন গ্রাম পঞ্চায়েতের 64 বাড়ি এলাকায় বিজেপির মিরাজ শেখের বাড়িতে দেখা করতে যাওয়ার সময় অগ্নিমিত্রার গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা ৷
এদিন প্রথমে দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ চলে এরপর প্রথম দফার বাধা অতিক্রম করে গ্রামে ঢুকতেই আবার দ্বিতীয় দফায় পথ অবরোধের মুখে পড়তে হয় আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে ৷ রাস্তার মাঝখানে গাছের গুড়ি রেখে "গো ব্যাক" স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা । এরপর ঘটনাস্থলে কাকদ্বীপ থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায় । বিজেপি নেত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ বাক-বিতণ্ডা হয় পুলিশের ।