সোনারপুর (দক্ষিণ 24 পরগনা), 21 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে বেলাগাম মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক শওকত মোল্লা ৷ রবিবার সোনারপুরের আড়াপাঁচে একটি জনসভা থেকে তিনি শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে বলেন, ‘‘তোমার যদি বাপের ক্ষমতা থাকে একটা আসন জিতে দেখাও দক্ষিণ 24 পরগনায় ৷ তবে তোমাকে বাপের ব্যাটা বলব ৷’’
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির (BJP) নেতাদের মুখে একে অপরের উদ্দেশ্যে কুকথা শোনা যাচ্ছে ৷ কখনও কাঠগড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের মন্ত্রী অখিল গিরি, তো কখনও অভিযোগ উঠেছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) ৷
বাংলাকে আর্থিক বঞ্চনা, পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধি-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেমাথা থেকে আড়াপাঁচ পর্যন্ত মিছিল করে তৃণমূল । তারপর আড়াপাঁচে একটি জনসভা হয় । সেখানে স্থানীয় বিধায়ক অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র, শওকত মোল্লা-সহ তৃণমূলের একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন ৷
সেখানেই বিজেপির শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন শওকত ৷ বলেন, ‘‘শুভেন্দু বলেছিল সপ্তাহে দু’বার করে আসব ৷ এখানে এসে সভা করব ৷ আমি বলছি সপ্তাহে দু’বার করে নয়, তুমি প্রতিদিন এসো ৷ তোমার যদি বাপের ক্ষমতা থাকে একটা আসন জিতে দেখাও দক্ষিণ 24 পরগনায় ৷ তবে তোমাকে বাপের ব্যাটা বলব ৷’’