ভাঙড়, 13 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই বারবার উত্তপ্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ বোমাবাজি, গুলির লড়াইয়ে প্রাণহানিও হয়েছে ৷ সেই মৃত্যুর মিছিল অব্যাহত রয়ে যায় ভোটের গণনার পরও ৷ মঙ্গলবার গভীর রাতে ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে প্রাণ যায় তিনজনের ৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ একদিকে তৃণমূল কংগ্রেসের নেতা সওকত মোল্লা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ অন্যদিকে ভাঙড়ের বিধায়ক আইএসএফ-এর নওশাদ সিদ্দিকী এই ঘটনায় সিবিআই তদন্ত করেছেন ৷
তৃণমূল কংগ্রেসের নেতা সওকত মোল্লা বলেন, ‘‘আমরা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নই । স্বাধীনতার পর এই ধরনের তাণ্ডব, সন্ত্রাস হল । ভাঙড়ের মানুষ এরকম হিংসা দেখেনি ।” যদিও বিরোধীরা বারবার ভাঙড়ের অশান্তি নিয়ে কাঠগড়ায় তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ৷ তাই এই ঘটনাতেও তৃণমূল জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ তাঁর বক্তব্য, তদন্ত হলে সবটাই সামনে আসবে । তিনি এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ৷ প্রয়োজনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি ৷