ভাঙড়, 19 এপ্রিল : "পোস্টার, দেওয়াল লেখা তো দূরের কথা, বিরোধীরা কোনও বুথে যেন এজেন্ট বসাতে না পারে ।" কর্মিসভায় হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের ভোগালি 2 পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা মোদ্দাসের হোসেন । তিনি বলেন, "কেউ বলতে পারবে না কোনও কাজের জন্য পঞ্চায়েত থেকে ফিরে এসেছে । লুকিয়ে লুকিয়ে BJP-কে ভোট দেবে, আর বলবে রূপশ্রীতে সই করে দাও । কন্যাশ্রীতে সই করে দাও । তোমায় কি আমি আদর করব ? ওই সব আদরের আর সময় নেই ।"
আজ ভাঙড় 2 পঞ্চায়েত এলাকায় মিমি চক্রবর্তীর সমর্থনে কর্মিসভার আয়োজন করা হয়েছিল । উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম, পঞ্চায়েত প্রধান মোদ্দাসের হোসেন । মোদ্দাসের বলেন, "গতকাল উত্তর বানিয়ালায় মিটিং করেছি। CPI(M) থেকে তৃণমূলে আসা কর্মীরা কথা দিয়েছেন যেভাবে বামেদের আমলে জ়িরো ব্যালেন্স করে জিতিয়ে দিত, এবারও তাই করবে । আপনাদেরও তাই করতে হবে ।"