পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত আরাবুল বিরোধী তৃণমূল নেতা - মৃত তৃণমূল নেতা নান্নু হোসেন

কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্য়ু হয় তৃণমূল নেতা নান্নু হোসেনের ৷ একই দলে থেকেও দীর্ঘদিন ধরে আরাবুল বিরোধী হিসাবেই ভাঙড়ে পরিচিত ছিলেন তিনি ।

প্রয়াত আরাবুল বিরোধী তৃণমূল নেতা
প্রয়াত আরাবুল বিরোধী তৃণমূল নেতা

By

Published : Apr 18, 2021, 11:06 AM IST

ভাঙড়, 18 এপ্রিল : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভাঙড়ের তৃণমূল নেতা ৷ মৃত তৃণমূল নেতার নাম নান্নু হোসেন । আজ ভোরবেলা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷

পরিবার সূত্রে খবর, রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি । তারপরই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ চিকিৎসা চলাকালীন আজ ভোরবেলা হাসপাতালে মৃত্য়ু হয় তাঁর ৷ তাঁর মৃত্যুতে ভাঙড় জুড়ে শোকের ছায়া ৷ নান্নু হোসেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য ছিলেন । দীর্ঘদিন ধরে আরাবুল বিরোধী হিসাবেই ভাঙড়ে তিনি পরিচিত ছিলেন ।

2011 বিধানসভার ভোটে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি । মূলত, তৃণমূলের টিকিটে দাঁড়ানো আরাবুল ইসলামকে হারানোর জন্যই নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন । সেই কাজে তিনি সফলও হয়েছিলেন । 2011 বিধানসভা ভোটে, তিনি তৃণমূলের এক বড় অংশের ভোট কেটে নেওয়ার ফলে জয়ী হন সিপিএম প্রার্থী বাদল জমাদার ৷ এরপর তিনি তৃণমূলে যোগদান করেন ৷ কিন্তু তা সত্ত্বেও আরাবুল বনাম নান্নু গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই যায় ৷

আরও পড়ুন : দুশ্চরিত্র-লম্পট, ওকে ভোট দেবেন না ; আবেদন কালিয়াগঞ্জের বিজেপির প্রার্থীর স্ত্রীর

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল নেতারা । আরাবুল ইসলাম জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তাঁরা কেউ দলের বাইরে না । এদিকে, তাঁর মৃত্যুতে ভাঙড়ের রাজনীতিতে নতুন সমীকরণ দেখা যাবে বলে মত রাজনৈতিক মহলে ।

ABOUT THE AUTHOR

...view details