পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তাশ্রী প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে গোসাবায় খুন তৃণমূল বুথ সভাপতি - গোসাবা

TMC Leader Killed: সোমবার সন্ধ্যায় খুন হয়েছেন গোসাবা ব্লকের রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েত এলাকার 98 নম্বর বুথে তৃণমূলের বুথ সভাপতি মুছাকলি মোল্লা ৷ রাস্তাশ্রী প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গিয়ে কর্মীদের সঙ্গে গণ্ডগোল আর তার জেরেই মৃত্যু হয় তৃণমূল নেতার ৷

ETV Bharat
নিহত তৃণমূল নেতা

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 8:45 PM IST

Updated : Nov 27, 2023, 10:30 PM IST

জেলা পরিষদের উপাধ্যক্ষের বক্তব্য

গোসাবা, 27 নভেম্বর:রাস্তাশ্রী প্রকল্পের কাজ দেখতে গিয়ে নির্মীয়মাণ রাস্তাকে কেন্দ্র করে ঠিকদার সংস্থার দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলে, আর তার জেরে প্রাণ গেল তৃণমূলের বুথ সভাপতির ৷ নিহতের নাম মুছাকলি মোল্লা (42) । তিনি গোসাবা ব্লকের রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েত এলাকার 98 নম্বর বুথে তৃণমূলের বুথ সভাপতি বলে জানা গিয়েছে । সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত সুন্দরবন উপকূলীয় থানার পূর্ব রাধানগর এলাকায় । তবে মৃতের ছেলের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তাঁর বাবাকে খুন করা হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , রাস্তাশ্রী প্রকল্পের আওতায় পূর্ব রাধানগর এলাকায় 1 কিলোমিটার রাস্তা ঢালাইয়ের কাজ চলছিল। সোমবার সন্ধ্যায় ওই নির্মাণ রাস্তার কাজের তদারকিতে যান ওই তৃণমূল নেতা । তিনি ওই ঠিকদার সংস্থার একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন ৷ সেই সময় কাজের গুণমান ঠিকঠাক হচ্ছে না এই অভিযোগ নিয়ে কর্মীদের সঙ্গে গণ্ডগোল বাধে মুছাকলি মোল্লার । অভিযোগ, এরপর লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে ।

আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় গোসাবা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । ঘটনার তদন্ত শুরু করেছে সুন্দরবন উপকূলীয় থানার পুলিশ। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে খুনের মামলার রুজু করা হয়েছে থানাতে । এই খুনের পিছনে অন্যকোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ।

এই বিষয়ে দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল জানান,পঞ্চায়েত নির্বাচনে সময় থেকে একালায় সন্ত্রাস বেড়ে চলেছে । প্রশাসনকে একাধিক বার জানানো হয়েছে । পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে ওনার উপর হামলার পরিকল্পনা করা হয়েছে একাধিক বার । এদিন উনি যখন রাস্তাশ্রী প্রকল্পে নির্মীয়মাণ রাস্তার কাজ দেখতে জন তখন ওনাকে পরিকল্পনামাফিক পিটিয়ে খুন করা হয় । দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসনে কাছে একটাই অনুরোধ অতি দ্রুত এই খুনের সঙ্গে যুক্ত থাকা দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ৷

আরও পড়ুন:

  1. শহরে পরপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, এবার চিংড়িঘাটায় কাঁচি দিয়ে কুপিয়ে খুন যুবককে !
  2. কম্পাস দিয়ে সহপাঠীকে 108বার আঘাত চতুর্থ শ্রেণির পড়ুয়ার, মোবাইল গেমের প্রভাব কি? প্রশ্ন শিশুকল্যাণ কমিশনের
  3. শহরে পরপর হত্যাকাণ্ড ! তারপরও এনসিআরবি'র রিপোর্টে সুরক্ষিত কলকাতা
Last Updated : Nov 27, 2023, 10:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details