পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

road accident : ক্যানিংয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার, খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ - Canning

ক্যানিংয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মাতলা-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কমল মল্লিকের ৷ শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে ৷ শনিবার সকালে প্রাতঃভ্রমণকারীরা তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখেন ৷ তাঁরাই হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ক্যানিংয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার
ক্যানিংয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার

By

Published : Aug 14, 2021, 3:06 PM IST

ক্যানিং, 14 অগস্ট : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কংগ্রেস নেতার ৷ শুক্রবার রাতে ক্যানিংয়ে ঘটনাটি ঘটেছে ৷ সেখানেই মৃত্যু ঘটে তৃণমূল নেতা কমল মল্লিকের ৷ এদিন সকালে তাঁকে জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা ৷ তাঁরাই তাঁকে হাসপাতালে নিয়ে যান ৷ ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রাজনৈতিক হিংসা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷

মাতলা-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চারবারের তৃণমূল সদস্য কমল মল্লিক (49) । তাঁর ইমারতি দ্রব্যের ব্যবসা আছে ক্যানিং মহকুমা শাসকের কার্যালয়ের সামনে ৷ মাতলা-2 নম্বর পঞ্চায়েতের প্রধান উত্তম দাস জানান, মহকুমা শাসকের কার্যালয়ের কাছাকাছিই দুর্ঘটনার কবলে পড়েন কমল ৷ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা আহত অবস্থায় কমলকে দেখেন ৷ তাঁরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান । সেখান থেকে ক্যানিং থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসে । তবে এটি কি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।

রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে স্থানীয়দের মধ্যে জনপ্রিয় ছিলেন কমল ৷ এমন ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

আরও পড়ুন : সাত বছরের নাবালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details