ভাঙড়, 6 ফেব্রুয়ারি: এবার ভাঙড়ে তৃণমূল (TMC) এবং আইএসএফের (ISF) সংঘর্ষের ঘটনায় শাসকদলের নেতাকে (TMC Leader) গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম জহিরুল মোল্লা। তিনি দক্ষিণ 24 পরগনার চালতাবেড়িয়ার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি । পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত থাকার বেশ কিছু তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে । প্রসঙ্গত, গত 21 জানুয়ারির তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষের ঘটনায় এই প্রথম কোনও শাসক দলের নেতা গ্রেফতার হলেন (TMC leader arrested after clash with ISF in Bhangar) । সোমবারই তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, গত 21 জানুয়ারি ছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফের প্রতিষ্ঠা দিবস । ওই দিন কলকাতার ধর্মতলায় একটি সভা ছিল আব্বাস সিদ্দিকীর দলের । কিন্তু সকাল সকাল উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় । ভাঙড়ের হাতিশালায় তৃণমূল এবং আইএসএফের মধ্যে বচসা হয় । দু'পক্ষ একে অন্যকে আক্রমণের অভিযোগ করে । ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের অভিযোগ, আইএসএফের লোকেরা তাঁদের একাধিক দলীয় কার্যালয় ভাঙচুর করেছে । অশান্তির জন্য স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দায়ী করেন তিনি । পরে সেই ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় পরিদর্শনে যায় ফরেন্সিক দলও ।