ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 16 মে: ফের বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল আরাবুল ইসলামের বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের এই তৃণমূল নেতার বিরুদ্ধে স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকীর ও তাঁর অনুগামীদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সোমবার ভাঙড়ে তৃণমূলের এক সভা থেকে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ ৷ যদিও আরাবুলের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ৷
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের জমানায় ভাঙড়কে শাসক দলের শক্তঘাঁটি হিসেবে ধরা হত ৷ কিন্তু 2021 সালের বিধানসভা ভোটে সেখানে জয়ী হন আইএসএফের নওশাদ সিদ্দিকী ৷ ফলে এখন প্রায়ই সেখানে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে গোলমালের খবর পাওয়া যায় ৷ পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যুযুধান দুইপক্ষের মধ্যে রাজনৈতিক লড়াই আরও চড়া আকার ধারণ করছে ৷
রবিবার ভাঙড়ের ঘটকুপুকুরে এক সভা করে আইএসএফ ৷ সোমবার সেই সভার পালটা সমাবেশ করে তৃণমূল কংগ্রেসও ৷ সেখানে জীবনতলার বিধায়ক তৃণমূলের সওকত মোল্লা, স্থানীয় তৃণমূল নেতা কাইজার আহমেদ-সহ শাসক দলের একাধিক নেতা উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্য়েই ছিলেন আরাবুল ইসলাম ৷ সেখানে ভাষণ দিতে গিয়ে নওশাদকে উদ্দেশ্য করে তিনি বিতর্কিত মন্তব্য করেন ৷
আরাবুল ইসলাম বলেন, ‘‘তুমি (নওশাদ) ভাঙড়ের মাটিতে মিটিং করে বড়বড় কথা বলছ ৷ আমরা নীরব আছি ৷ উন্নয়ন দিয়ে আর ভাঙড়ের মাটিতে হবে না ৷ উন্নয়নের বদলে এদের পিঠের চামড়া তুলে নিতে হবে ৷ তার পর এদের জবাব হবে ৷’’