পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arabul Islam: ভাঙড়ে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস, প্রয়োজনে ভাঙতে তৈরি আরাবুল

TMC Party Office in Bhangar: দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে সরকারি জমিতে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস তৈরি করছে বলে অভিযোগ ৷ মূলত, ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের মদতেই এই কাজ হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগ মেনেও নিয়েছেন আরাবুল ৷ তিনি জানিয়েছেন, সরকারের প্রয়োজন পড়লে ওই পার্টি অফিস ভেঙে দেওয়া হবে ৷

TMC Party Office in Bhangar
TMC Party Office in Bhangar

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 4:08 PM IST

Updated : Nov 7, 2023, 5:26 PM IST

ভাঙড়ে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস !

বামনঘাটা (দক্ষিণ 24 পরগনা), 7 নভেম্বর: সরকারি জমি দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি করার অভিযোগ উঠল আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া বামনঘাটা বাজারের কাছেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ যে জমিতে এই পার্টি অফিস তৈরি হচ্ছে, তা আদতে সেচ দফতরের বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই সেখানে কংক্রিটের পিলার তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে ।

এভাবে সরকারি জায়গা জবরদখল করে পার্টি অফিস তৈরি করায় নিন্দা করছেন বিরোধীরা । স্থানীয়দের অভিযোগ, ওই বামনঘাটা বাজারেই তৃণমূলের সাতটি পার্টি অফিস আছে । তারপরেও নতুন পার্টি অফিসের কী দরকার, এই নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা ।

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ‘‘আমি খবর নিয়ে জেনেছি সিন্ডিকেট রাত চালানোর জন্য আরাবুল ইসলাম ও তাঁর গুন্ডাবাহিনীর বসার জন্য ওই পার্টি অফিস তৈরি করা হচ্ছে । বামনঘাটার প্রধান (মৌমিতা নস্কর) ও উপপ্রধান (নিত্যগোপাল মণ্ডল) এর সঙ্গে জড়িত আছে । কলকাতা পুলিশকে অনুরোধ করব এই অনৈতিক কাজ বন্ধ করার জন্য ৷ না হলে বৃহত্তর আন্দোলনে শামিল হব আমরা ।’’ একই বক্তব্য স্থানীয় সিপিএম নেতৃত্বের ।

ভাঙড়ে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি হচ্ছে

সরকারি জমিতে পার্টি অফিস তৈরির কথা স্বীকার করে আরাবুল ইসলাম বলেন, ‘‘যাতে এক জায়গায় সবাই বসা যায়, তাই ওই অফিস তৈরি হচ্ছে । ওখানে আগে থেকেই একটা তৃণমূলের পার্টি অফিস ছিল, সেটা ভেঙে যাওয়ায় নতুন করে পার্টি অফিস তৈরি করা হচ্ছে ।’’

তবে পার্টি অফিসটি যে সরকারি জমিতে হচ্ছে সেটা স্বীকার করে নিয়েছেন আরাবুলও ৷ তিনি বলেন, ‘‘যদি কোনোদিন সেচ দফতরের ওই জায়গা দরকার হয়, আমরা পার্টি অফিস ভেঙে দেব ।’’

আরও পড়ুন:ভাঙড়ে ক্ষমতা ধরে রাখলেন আরাবুল ইসলাম, নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে

Last Updated : Nov 7, 2023, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details