বামনঘাটা (দক্ষিণ 24 পরগনা), 7 নভেম্বর: সরকারি জমি দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি করার অভিযোগ উঠল আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া বামনঘাটা বাজারের কাছেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ যে জমিতে এই পার্টি অফিস তৈরি হচ্ছে, তা আদতে সেচ দফতরের বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই সেখানে কংক্রিটের পিলার তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে ।
এভাবে সরকারি জায়গা জবরদখল করে পার্টি অফিস তৈরি করায় নিন্দা করছেন বিরোধীরা । স্থানীয়দের অভিযোগ, ওই বামনঘাটা বাজারেই তৃণমূলের সাতটি পার্টি অফিস আছে । তারপরেও নতুন পার্টি অফিসের কী দরকার, এই নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা ।
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ‘‘আমি খবর নিয়ে জেনেছি সিন্ডিকেট রাত চালানোর জন্য আরাবুল ইসলাম ও তাঁর গুন্ডাবাহিনীর বসার জন্য ওই পার্টি অফিস তৈরি করা হচ্ছে । বামনঘাটার প্রধান (মৌমিতা নস্কর) ও উপপ্রধান (নিত্যগোপাল মণ্ডল) এর সঙ্গে জড়িত আছে । কলকাতা পুলিশকে অনুরোধ করব এই অনৈতিক কাজ বন্ধ করার জন্য ৷ না হলে বৃহত্তর আন্দোলনে শামিল হব আমরা ।’’ একই বক্তব্য স্থানীয় সিপিএম নেতৃত্বের ।