পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Factionalism in Sonarpur: গোষ্ঠীদ্বন্দ্বের জের, তৃণমূলের জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগ - তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

সোনারপুর-রাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি শুকদেব পুরকাইতকে মারধরের অভিযোগ (TMC Jai Hind Bahini Ward President Allegedly Beaten in Sonarpur) ৷ ঘটনায় তৃণমূলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷

TMC Jai Hind Bahini Ward President Allegedly Beaten in Sonarpur ETV BHARAT
হাসপাতালে ভর্তি আহত তৃণমূল নেতা

By

Published : Dec 27, 2022, 8:03 PM IST

তৃণমূলের জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতিকে মারধর

রাজপুর-সোনারপুর, 27 ডিসেম্বর: সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর ৷ তৃণমূলের জয় হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগ দলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে (TMC Jai Hind Bahini Ward President Allegedly Beaten in Sonarpur) ৷ ঘটনাটি ঘটেছে রাজপুর-সোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ৷ জানা গিয়েছে, 4 নম্বর ওয়ার্ডের জয় হিন্দ বাহিনীর সভাপতি শুকদেব পুরকাইতকে মারধর করা হয়েছে ৷ তাঁকে রাস্তায় ফেলে রড দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এলাকা দখলকে কেন্দ্র করে বিবাদের জেরেই শুকদেবের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ সোমবার রাত ন’টায় নতুন দিয়ারা এলাকায় নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন শুকদেব ৷ অভিযোগ, ফেরার সময় রাস্তায় আচমকাই তাঁর উপরে হামলা চালায় বিরোধী গোষ্ঠীর সদস্যরা ৷ লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ পরে তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় ৷ আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ পরে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

নরেন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এই ঘটনায় সমরেশ সাহা নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে শুকদেব পুরকাইতের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, 4 নম্বর ওয়ার্ডের জয় হিন্দ বাহিনীর সভাপতি শুকদেব পুরকাইতের বিরোধী গোষ্ঠী সমরেশ সাহা ৷ অভিযোগ, তৃণমূল নেতা সমরেশ সাহা ও তাঁর অনুগামীদের সঙ্গে শুকদেবেরে বিভিন্ন ইস্যুতে বিবাদ ছিল ৷ সম্প্রতি সেই সমস্যা আরও বেশি মাথাচাড়া দিয়ে ওঠে ৷ মূলত এলাকা দখলকে কেন্দ্র করেই দু’পক্ষের সমস্যা ৷

আরও পড়ুন:পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত 5

স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, হামলাকারীরা কেউ তৃণমূলের নয় ৷ সমরেশ সাহা নামে এক ব্যক্তি একাধিকবার তোলাবাজি করেছিল ৷ অনেক মানুষের টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল সমরেশ সাহা এবং তাঁর দলবল ৷ নরেন্দ্রপুর থানার আইসি তাদের জোর করে এলাকায় ঢোকায় ৷ স্থানীয় তৃণমূলের তরফে জানানো হয়েছে, আইসি সেই সময় জানিয়েছিলেন সমরেশের দলবল কোনও সমস্যা তৈরি করবে না ৷ কিন্তু, শুকদেব পুরকাইতকে অকারণে মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের ৷

ABOUT THE AUTHOR

...view details