রাজপুর-সোনারপুর, 27 ডিসেম্বর: সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর ৷ তৃণমূলের জয় হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগ দলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে (TMC Jai Hind Bahini Ward President Allegedly Beaten in Sonarpur) ৷ ঘটনাটি ঘটেছে রাজপুর-সোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ৷ জানা গিয়েছে, 4 নম্বর ওয়ার্ডের জয় হিন্দ বাহিনীর সভাপতি শুকদেব পুরকাইতকে মারধর করা হয়েছে ৷ তাঁকে রাস্তায় ফেলে রড দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এলাকা দখলকে কেন্দ্র করে বিবাদের জেরেই শুকদেবের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ সোমবার রাত ন’টায় নতুন দিয়ারা এলাকায় নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন শুকদেব ৷ অভিযোগ, ফেরার সময় রাস্তায় আচমকাই তাঁর উপরে হামলা চালায় বিরোধী গোষ্ঠীর সদস্যরা ৷ লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ পরে তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় ৷ আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ পরে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷