জয়নগর, 27 জুন: ডোমকলে তৃণমূল কর্মীদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পালটা শাসকদলকেই নিশানা করলেন দিলীপ ঘোষ ৷ তাঁর অভিযোগ তৃণমূলের গুন্ডাবাহিনী এতদিন এক তরফা মারধর ও ভয়ের দেখাচ্ছিল বিরোধীদের ৷ এবার তারা প্রতিরোধ গড়ে তোলায় পালানোর পথ পাচ্ছে না তৃণমূলের লোকজন ৷ সোমবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার জয়নগরের প্রচার সভা থেকে তাঁর মন্তব্য, ‘‘কেউ এক তরফা মার খাওয়ার জন্য রাজনীতি করতে আসেনি ৷’’ অন্যদিকে, বিধানসভায় শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকীর সৌজন্যতা নিয়েও দু’পক্ষকে কটাক্ষ করেন তিনি ৷
ভাঙড়ে তৃণমূল ও আইএসএফ এর মধ্যে বোমা-গুলির লড়াই হলেও, সোমবার বিধানসভায় শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকীকে একসঙ্গে দেখা গেল ৷ দু’জনে হাসিমুখে সৌজন্য বিনিময় করলেন ৷ এ নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, রাজনৈতিক এই সৌজন্যতা অবশ্যই থাকবে ৷ তবে, সেটা শুধু উপর তলার নেতাদের মধ্যে থাকলেই চলবে না ৷ প্রতিটি রাজনৈতিক দলের নিচু স্তরের নেতা-কর্মীদের মধ্যেও সেই সৌজন্যবোধ বজায় রাখার বার্তা দেওয়ার কথা বলেন দিলীপ ৷ তিনি বলেন, ‘‘উপরের তলায় নেতারা দেখা হলে হাসিঠাট্টা করছেন, হাত মেলাচ্ছেন ৷ আর নিচের তলার কর্মীরা মারামারি ও খুনোখুনি করছেন ৷ এটা কোনও সৌজন্যতা নয় ৷’’