ভাঙড়, 7 নভেম্বর :আবারও উত্তপ্ত হল দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ শনিবার তৃণমূল-আইএসএফ সংঘর্ষের জেরে রবিবারও সকাল থেকে গোটা এলাকা ছিল থমথমে ৷ মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ যদিও এলাকার বেশিরভাগ পুরুষ সদস্যই এখনও ঘরছাড়া বলে অভিযোগ ৷ এদিকে, রবিবারই এখানে আসার কথা রয়েছে আব্বাস সিদ্দিকির ৷ এদিন দুপুরে তাঁর এলাকায় আসার কথা ৷ নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা ৷ যে মাঠে আব্বাসের ধর্মীয় সভা হওয়ার কথা, সেখানেই চলছে তৃণমূল কংগ্রেসের ফুটবল ম্যাচ !
আরও পড়ুন :Armed Rescued: ভাঙড় থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেফতার 4
উল্লেখ্য, শনিবার রাতে ভাঙড়ে ফের বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পদ্মপুকুর এলাকায় বেছে বেছে আইএসএফ কর্মীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷ ইতিমধ্যেই ‘আক্রান্ত’ দলীয় কর্মীদের দেখতে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় আব্বাস সিদ্দিকির ধর্মীয় সভার তোড়জোড় শুরু হতেই অশান্তির সূত্রপাত হয় ৷ সেই সভার আগেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ শনিবার সন্ধ্যায় ভাঙড় থানার বড়ালি মালঞ্চ এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল-আইএসএফ ৷ ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হন ৷ তাঁদের পরে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয় ৷