বাসন্তী, 2 অগাস্ট : তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী । আজ সকালে বাসন্তীর নির্দেশখালিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে ৷ সেই বচসার জেরে দু'পক্ষই একে অপরকে লক্ষ্য করে বোমাবাজি শুরু করে ৷ খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ কিন্তু, পুলিশ সহজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় ৷ চালককেও মারধর করা হয় ৷
বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি - south 24 pargana
তৃণমূলের এক পক্ষের অভিযোগ, নির্দেশখালি বাজারে তাদের কর্মীরা গেলে অন্য পক্ষের লোকজন তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ যদিও অপর পক্ষ অভিযোগ অস্বীকার করেছে ৷
তৃণমূলের এক পক্ষের অভিযোগ, নির্দেশখালি বাজারে তাদের কর্মীরা গেলে অন্য পক্ষের লোকজন তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ যদিও অপর পক্ষ অভিযোগ অস্বীকার করেছে ৷ আক্রান্ত গাড়িচালক আজ়ারুল মোল্লার বক্তব্য, পুলিশকর্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে নামলে গাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ভাঙচুরের চেষ্টা করা হয় ৷ তাই তিনি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান ৷ পরে বাজার চত্বরে প্রায় 30জন মিলে গাড়ি দাঁড় করায় ৷ তাঁকে মারধর করে ৷ খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
এদিকে বোমাবাজির জেরে থমথমে এলাকা ৷ পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷