ক্যানিং, 16 অগাস্ট : নতুন করে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বুধখালি গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় । অভিযোগ, আজ সকালে দক্ষিণ বুধখালি গ্রামের তৃণমূল বুথ সভাপতি অনিল গায়েনের বাড়িতে চড়াও হয় এক দল যুব তৃণমূল সমর্থক । বুথ সভাপতি ও তাঁর দুই ছেলে ও বউমাকে বেধড়ক মারধর করে তারা । বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় যুব তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দার ।
ইন্দ্রজিতের দাবি, তাঁকে খুন করার জন্য গতরাতে দুষ্কৃতীদের সুপারি দিয়েছিল খতিব । গ্রামের বাসিন্দাদের তৎপরতায় আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতী ধরাও পড়ে । পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের ৷ অভিযোগ, আজ সকালে একই এলাকার বাসিন্দা তৃণমূলের বুথ সভাপতি অনিল গায়েনের বাড়িতে চড়াও হয় ইন্দ্রজিতের লোকেরা ৷