পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষ ক্যানিংয়ের ইটখোলায় - trinamool conflict

ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ । বাড়িতে বাঙচুর চালানোর অভিযোগ ।

trinamool conflict
তৃনমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ক্যানিংয়ের ইটখোলাতে

By

Published : Aug 16, 2020, 10:22 PM IST

ক্যানিং, 16 অগাস্ট : নতুন করে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বুধখালি গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় । অভিযোগ, আজ সকালে দক্ষিণ বুধখালি গ্রামের তৃণমূল বুথ সভাপতি অনিল গায়েনের বাড়িতে চড়াও হয় এক দল যুব তৃণমূল সমর্থক । বুথ সভাপতি ও তাঁর দুই ছেলে ও বউমাকে বেধড়ক মারধর করে তারা । বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় যুব তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দার ।

ইন্দ্রজিতের দাবি, তাঁকে খুন করার জন্য গতরাতে দুষ্কৃতীদের সুপারি দিয়েছিল খতিব । গ্রামের বাসিন্দাদের তৎপরতায় আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতী ধরাও পড়ে । পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের ৷ অভিযোগ, আজ সকালে একই এলাকার বাসিন্দা তৃণমূলের বুথ সভাপতি অনিল গায়েনের বাড়িতে চড়াও হয় ইন্দ্রজিতের লোকেরা ৷

ইটখোলা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি খতিব সরদার বলেন, "গতরাতে আমাদের দুই সমর্থককে মারধর করা হয় ৷ একজনের হাতে বন্দুক ধরিয়ে ফাঁসিয়ে দেওয়া হয় । আজ সকালে আবার আমাদের বুথ সভাপতির বাড়িতে যুব তৃণমূল আশ্রিত BJP দুষ্কৃতীরা চড়াও হয়ে তাঁদের লাঠি, রড, শাবল দিয়ে মারধর করে ।"

যদিও ইন্দ্রজিৎ সর্দার বলেন, বেশ কয়েকদিন ধরে অঞ্চল সভাপতির লোকজন এলাকায় বেছে বেছে যুব কর্মীদের বাড়িতে চড়াও হয়ে মারধর করছে ও গতকাল তাঁকে খুন করার জন্য লোকও পাঠিয়েছিল । গ্রামবাসীরা আগ্নেয়াস্ত্র সহ তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় ।

ABOUT THE AUTHOR

...view details