পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash in Diamond Harbour : অভিষেকের গড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, আহত পঞ্চায়েত সদস্য - তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত পঞ্চায়েত সদস্য

অভিষেক গড়েই প্রকাশ্যে এল গোষ্ঠী কোন্দল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের সিংবেড়িয়াতে (TMC Inner Clash in Diamond Harbour)।

TMC Inner Clash
অভিষেক গড়েই প্রকাশ্যে এল গোষ্ঠীকোন্দল

By

Published : Jun 21, 2022, 5:04 PM IST

ডায়মন্ড হারবার, 21 জুন :তৃণমূল-কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়েতেই গোষ্ঠীকোন্দল (TMC Inner Clash in Diamond Harbour) ৷ পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ উঠল ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক যুব তৃণমূল-সভাপতি গৌতম অধিকারীর দলবলের বিরুদ্ধে।

গুরুতর আহত সিংবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রফিকুল মোল্লা। আহত রফিকুল মোল্লা বলেন, "আজ সকালে এলাকাতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কাজ চলছিল, সেই কাজের তদারকি করতে আমি সরোজমিনে পৌঁছে যাই। সেই সময় ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি গৌতম অধিকারীর অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে আমার উপর চড়াও হন। তারপর আমাকে মারধর করেন। আশেপাশে স্থানীয় মানুষরা এলে ঘটনাস্থল থেকে চম্পট দেন তাঁরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করেন।"

আরও পড়ুন :দলের রাজ্য সাধারণ সম্পাদককে লকেটের ধমক, হুগলিতে নাড্ডার সফর ঘিরে প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব

আহত পঞ্চায়েত সদস্যকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি গৌতম অধিকারী। তিনি জানান, এই বিষয়ে কোনও মন্তব্য করব না ৷ দল যা সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেব। ঘটনার তীব্র নিন্দা করেন ওই ব্লকেরই সংখ্যালঘু সেলের সভাপতি সুজাউদ্দিন সাপুই। তিনি বলেন, "আজ সকালে এই ব্লকের যুব তৃণমূল সভাপতির লোকজনরা পঞ্চায়েত সদস্যদের মারধর করেন। এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের কাজগুলি দেখতে যান পঞ্চায়েত সদস্য তখনই এই ঘটনা ঘটে। আমরা ডায়মন্ড হারবার থানা ও দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছি।" ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details