পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Canning TMC Inner Clash : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ক্যানিং, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী - ক্যানিংয়ের গোলাবাজারে তৃণমূলের মধ্যে ঝামেলা

বারে বারে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠছে ক্যানিং ৷ বৃহস্পতিবার সকালে ফের তৃণমূলের একটি গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর ঝামেলা শুরু হয় ৷ কথা কাটাকাটি থেকে তা চরম পর্যায়ে পৌঁছায় ৷

TMC inner clash at Canning Gola Bazar
গ্রামে পুলিশবাহিনী

By

Published : Nov 26, 2021, 3:06 PM IST

ক্যানিং, 26 নভেম্বর : ফের উত্তপ্ত ক্যানিং । কয়েকদিন আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতা খুনের ঘটনার রেশ এখনও কাটেনি । এর মধ্যে ফের গোষ্ঠীদ্বন্দ্ব । ক্যানিংয়ের গোলাবাড়ি বাজার এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা, হাতাহাতি বাধে (TMC inner clash at Canning Golabazar) । এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইট বৃষ্টি করতে থাকে । এর জেরে বেশ কয়েকটি দোকানের ক্ষতি হয়েছে । আহতও হয়েছেন কয়েকজন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যানিং থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় । পরে যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্যে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

উল্লেখ্য, ক'দিন আগে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল নেতা খুন হন । খুনের পিছনে এলাকা দখল ও গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছিল তাঁর পরিবারের লোকেরা । খুনের জের কাটতে না কাটতেই এবার ঠিক তার পাশের গ্রাম ইটখোলায় তৃণমূলের দু'পক্ষের মধ্যে বিবাদ প্রকাশ্যে আসে ।

গ্রামবাসীরা জানালেন, এলাকা কার দখল থাকবে, তা নিয়ে মূল সংগঠন ও যুব সংগঠনের মধ্যের বিবাদ চাপা ছিল । বৃহস্পতিবার তা প্রকাশ্যে চলে আসে । সামান্য একটি বিষয় নিয়ে বচসা বাধে । এরপর তা কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যন্ত পৌঁছায় । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে (TMC Inner Clash) উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিংয়ের গোলাবাড়ি বাজার ।

আরও পড়ুন : Shootout in Canning : ক্যানিংয়ে তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে চলল গুলি

রাস্তায় একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে দু'পক্ষই । একাধিক দোকানের কাচ ভেঙে যায় । আহত হন বেশ কয়েকজন । আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার এলাকায় । উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিশ । আক্রান্ত এক যুবক বলেন, "আমরা মাদার তৃণমূল করি । ছাগল নিয়ে মাঠে গিয়েছিলাম । তখনই চিৎকার শুনতে পাই । মাঠ থেকে চলে আসার সময় অনেকে ওই রাস্তা দিয়ে যেতে নিষেধ করল ৷ ঝামেলা হচ্ছে । তাও আমরা ওই রাস্তা দিয়েই গিয়েছিলাম । ওখানে যাঁরা যুব তৃণমূল করেন, তাঁদের অনেকে দাঁড়িয়ে ছিল । তাঁরাই আমাদের দেখে গালি-হুমকি দিতে শুরু করল । হুমকি দিল সন্ধে সাতটার মধ্যে লুট করা হবে তোদের বাড়ি ।"

আক্রান্ত এক মহিলা বলেন, "আমার প্রথম থেকেই তৃণমূল করে আসছি । দলেরই লোকের বিরুদ্ধে কী আর বলব ? আমরা তো সব এক দলই করি । আর একই গ্রামের বাসিন্দা ।" তবে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের উপপ্রধান খতিব সর্দার বলছেন, "যুব-মাদার বলে কোনও ব্যাপার নেই । এই সংঘর্ষের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । গ্রাম্য বিবাদ । মদ্যপ অবস্থাতে ইট ছুড়েছে । এর সঙ্গে রাজনীতি জড়িয়ে লাভ নেই ।"

ABOUT THE AUTHOR

...view details