ক্যানিং, 26 নভেম্বর : ফের উত্তপ্ত ক্যানিং । কয়েকদিন আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতা খুনের ঘটনার রেশ এখনও কাটেনি । এর মধ্যে ফের গোষ্ঠীদ্বন্দ্ব । ক্যানিংয়ের গোলাবাড়ি বাজার এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা, হাতাহাতি বাধে (TMC inner clash at Canning Golabazar) । এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইট বৃষ্টি করতে থাকে । এর জেরে বেশ কয়েকটি দোকানের ক্ষতি হয়েছে । আহতও হয়েছেন কয়েকজন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যানিং থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় । পরে যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্যে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।
উল্লেখ্য, ক'দিন আগে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল নেতা খুন হন । খুনের পিছনে এলাকা দখল ও গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছিল তাঁর পরিবারের লোকেরা । খুনের জের কাটতে না কাটতেই এবার ঠিক তার পাশের গ্রাম ইটখোলায় তৃণমূলের দু'পক্ষের মধ্যে বিবাদ প্রকাশ্যে আসে ।
গ্রামবাসীরা জানালেন, এলাকা কার দখল থাকবে, তা নিয়ে মূল সংগঠন ও যুব সংগঠনের মধ্যের বিবাদ চাপা ছিল । বৃহস্পতিবার তা প্রকাশ্যে চলে আসে । সামান্য একটি বিষয় নিয়ে বচসা বাধে । এরপর তা কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যন্ত পৌঁছায় । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে (TMC Inner Clash) উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিংয়ের গোলাবাড়ি বাজার ।