ভাঙড়, 2 জুন: আবারও গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত ভাঙড়। কাইজার আহমেদের অনুগামী তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের মারধরের অভিযোগ উঠল ভাঙড়ের যুব তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। অভিযোগ, সইদুল চৌধুরি ও তাঁর অনুগামীরা হুমকি দেয়, গ্রামে থাকতে হলে যুব তৃণমূল করতে হবে৷
অভিযোগ, মঙ্গলবার দুপুরে ভাঙড়ের সাঁঁইহাটি গ্রামে বেশ কিছু তৃণমূল সমর্থক ও সাধারণ গ্রামবাসীদের বাড়িতে চড়াও হয় স্থানীয় যুব তৃণমূল নেতা সইদুল চৌধুরি ও তাঁর দলবল৷ কাইজার আহমেদের অনুগামী ও অন্য গ্রামবাসীরা অভিযোগ করেন, তাঁদের বাড়িতে ঢুকে মারধর করে সইদুল চৌধুরি ও তাঁর অনুগামীরা৷ তাঁরা হুমকি দেয়, যুব তৃণমূল না করলে দেখে নেওয়া হবে। এমনকী কয়েকজনকে বেধড়ক মারধর করা হয় মঙ্গলবার। পরে খবর পেয়ে ঘটনাস্থানে আসে ভাঙড় থানার পুলিশ৷ স্থানীয়দের আশ্বস্ত করেন পুলিশ আধিকারিকরা।