পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, এবার অভিযোগ যুব তৃণমূলের বিরুদ্ধে

ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়৷ অভিযোগ, যুব তৃণমূল নেতা সইদুল চৌধুরি ও তাঁর দলবল কাইজার আহমেদের অনুগামীদের বাড়তে হামলা চালায়৷ মারধর করা হয় সাধারণ গ্রামবাসীকেও৷ পরে ঘটনাস্থানে পুলিশ এসে স্থানীয়দের আশ্বস্ত করে৷

By

Published : Jun 3, 2020, 12:34 AM IST

TMC group clash at Bhangar
ভাঙড়

ভাঙড়, 2 জুন: আবারও গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত ভাঙড়। কাইজার আহমেদের অনুগামী তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের মারধরের অভিযোগ উঠল ভাঙড়ের যুব তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। অভিযোগ, সইদুল চৌধুরি ও তাঁর অনুগামীরা হুমকি দেয়, গ্রামে থাকতে হলে যুব তৃণমূল করতে হবে৷

অভিযোগ, মঙ্গলবার দুপুরে ভাঙড়ের সাঁঁইহাটি গ্রামে বেশ কিছু তৃণমূল সমর্থক ও সাধারণ গ্রামবাসীদের বাড়িতে চড়াও হয় স্থানীয় যুব তৃণমূল নেতা সইদুল চৌধুরি ও তাঁর দলবল৷ কাইজার আহমেদের অনুগামী ও অন্য গ্রামবাসীরা অভিযোগ করেন, তাঁদের বাড়িতে ঢুকে মারধর করে সইদুল চৌধুরি ও তাঁর অনুগামীরা৷ তাঁরা হুমকি দেয়, যুব তৃণমূল না করলে দেখে নেওয়া হবে। এমনকী কয়েকজনকে বেধড়ক মারধর করা হয় মঙ্গলবার। পরে খবর পেয়ে ঘটনাস্থানে আসে ভাঙড় থানার পুলিশ৷ স্থানীয়দের আশ্বস্ত করেন পুলিশ আধিকারিকরা।

গত শনিবার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ তথা বোমাবাজির ঘটনার পর থেকেই অশান্তি লেগে আছে ভাঙড়ে। কোথাও দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা, কোথাও বা দোকানপাট ভাঙচুর চলছে। যদিও যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লা৷

তিনি বলেন, "কুৎসা রটানোর জন্য একশ্রেণির মানুষ এমন ঘটনা ঘটাচ্ছে। এর সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই৷"

এদিকে, এই ঘটনায় ভাঙড় থানার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

ABOUT THE AUTHOR

...view details