জয়নগর, 16 জুন: চোখরাঙানি উপেক্ষা করে যাঁরা মনোনয়ন পেশ করেছিলেন ৷ তাঁদের ভয় দেখাতে এক অভিনব পন্থা ৷ নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে তাঁর মায়ের হাতে সাদা থান, মালা ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরের চালতা বেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য ভয় দেখাতে এক অভিনব পথ বেছে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ উল্লেখ্য, মনোনয়ন পেশ করার পর থেকেই গ্রাম ছাড়া রয়েছেন সিপিআইএম সমর্থিত সুব্রত গায়েন ৷ কিন্তু, এ বার তাঁর বাড়ির লোকজনকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷
দক্ষিণ 24 পরগনা জয়নগর থানার অন্তর্গত চালতা বেরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ব্যানার্জি চকের 253 নম্বর বুথের বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েন ৷ বৃহস্পিতবার সকালে তাঁর বাড়িতে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী যায় ৷ সেখানে তাঁরা সুব্রত গায়েনের মায়ের হাতে সাদা কাপড়, সাদা ফুলের মালা ও মিষ্টি দিয়ে আসে ৷ সেই সঙ্গে তাঁর মাকে হুমকি দিয়েছে, ‘‘ছেলেকে ভোট নিয়ে মাতামাতি করতে বারণ করবেন ৷ আর এই সমস্ত জিনিস নিজের বৌমাকে দিয়ে দেবেন ৷’’ এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে সুব্রতর পরিবার ৷ তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন নিরাপত্তা চেয়ে ৷
সুব্রত এই মুহূর্তে বাড়িতে নেই ৷ তিনি মনোনয়ন পেশ করার পর থেকেই গ্রাম ছাড়া ৷ মূলত প্রাণ বাঁচাতেই আত্মগোপন করে রয়েছেন বলে দাবি তাঁর পরিবারের ৷ এ নিয়ে সুব্রত গায়েনের প্রতিবেশী পুতুল সরদার জানিয়েছেন, তাঁর স্বামীকেও হুমকি দিয়েছে ওই দুষ্কৃতীরা ৷ মূলত, সুব্রত এবং তাঁর প্রতিবেশী বাম রাজনীতির সঙ্গে যুক্ত ৷ তবে, পুলিশের কাছে নিরাপত্তা চাওয়া হলেও, তেমন কোনও আশার আলো দেখছেন না তাঁরা ৷