মথুরাপুর, 27 জুন: সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্যকে তাঁর নিজের গাড়ি থেকে নামিয়ে বেশ কয়েকজন তাঁর সঙ্গে ধস্তাধস্তি করছেন এবং তাঁকে মারধর করছেন । ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর পঞ্চায়েত নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
গতকাল মথুরাপুর সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য । তাঁর গাড়ি যখন মথুরাপুর এলাকায় পৌঁছয়, সেই সময় বেশ কয়েকজন বিজেপির জেলা সভাপতির গাড়ি আটকায় এবং তাঁকে গাড়ি থেকে নামতে বলেন বলে অভিযোগ । আরও অভিযোগ, গাড়ি থেকে নামার পর বেশ কয়েকজন মিলে প্রদ্যুৎ বৈদ্যের সঙ্গে ধস্তাধস্তি করেন এবং তাঁকে মারধর করা হয় ৷
যদিও ঘটনাস্থলে মথুরাপুর থানার পুলিশ থাকার কারণে নিরাপদে বিজেপি জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্যকে উদ্ধার করা হয় । সেই ঘটনারই ভিডিয়ো ক্যামেরাবন্দি হয়েছে ৷ ইতিমধ্যেই রাজনৈতিক মহলের একাংশ দাবি করছে যে, পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এসেছে ।