পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনারপুরে পুলিশের সামনেই BJP-তৃণমূল হাতাহাতি - TMC

বৈকুণ্ঠপুর এলাকায় পুলিশের সামনেই BJP ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি ৷ পরে সোনারপুর থানার IC সঞ্জীব চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

TMC-BJP tension at Sonarpur in BJP Rally
BJP-র অভিনন্দন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা সোনারপুরে

By

Published : Feb 11, 2020, 5:10 PM IST

Updated : Feb 11, 2020, 6:00 PM IST

সোনারপুর, 11 ফেব্রুয়ারি : সোনারপুরে BJP-র অভিনন্দন যাত্রাকে ঘিরে অশান্তি ৷ আজ সোনারপুর স্টেশন থেকে হরিনাভি মোড় পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছিল BJP-র পক্ষ থেকে ৷ পদযাত্রাকে ঘিরে পুলিশি নিরাপত্তাও জোরদার ছিল ৷ কিন্তু তারই মধ্যে বৈকুণ্ঠপুর এলাকায় পুলিশের সামনেই BJP ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ পরে সোনারপুর থানার IC সঞ্জীব চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আজকের এই যাত্রায় যোগ দিয়েছিলেন BJP নেতা মুকুল রায় ৷ দিল্লির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন "দিল্লির নির্বাচনে জয়ী APP ৷ আসলে গণতন্ত্র জয়লাভ করেছে ৷ আজকে প্রমাণিত যে EVM-এ কারচুপি হয় না ৷ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে ৷"

সোনারপুরে পুলিশের সামনেই BJP-তৃণমূল হাতাহাতি

পাশাপাশি সিঁথি থানার ঘটনা প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "বাংলায় গণতন্ত্র নেই ৷ গণতন্ত্র না থাকলে যা হয় ৷ রাজ্যসহ দেশের মানুষের এখন একটাই প্রশ্ন বাংলায় গণতন্ত্র থাকবে কি না ৷ "

Last Updated : Feb 11, 2020, 6:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details