বিষ্ণুপুর, ১২ মে : বিষ্ণুপুরে বগাখালিতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হল BJP কর্মীদের। যার জেরে বিষ্ণুপুর থানার বিবিরহাট থেকে মহেশতলা যাওয়ার রাস্তা প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকে। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। তারপর নামানো হয় RAF। বিকেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এলাকা এখনও থমথমে।
ট্রান্সফরমার খারাপ হওয়ায় গত ৩ দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে জেরবার ছিলেন বিষ্ণুপুরের বগাখালির বাসিন্দারা। রবিবার সকালে বিদ্যুৎকর্মীরা ট্রান্সফরমার ঠিক করতে আসেন। সেই সময় তৃণমূলের নেতারা তাঁদের বাধা দেন বলে অভিযোগ। এই সময় কিছু BJP সমর্থক এর প্রতিবাদ করেন। এরপরই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে ১০ BJP সমর্থক ও ৫ তৃণমূলকর্মী জখম হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।