পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিষেকের কেন্দ্রে প্রচারে গিয়ে আক্রান্ত বামফ্রন্ট প্রার্থী, রিপোর্ট চাইল কমিশন - আক্রান্ত

প্রচারে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী ফুয়াদ হালিম। আক্রান্ত তাঁর দলের অন্যান্য কর্মী-সমর্থকরাও।

ফুয়াদ হালিম

By

Published : Apr 9, 2019, 10:01 PM IST

Updated : Apr 10, 2019, 2:17 AM IST

ডায়মন্ড হারবার, 9 এপ্রিল: আজ বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার অন্তর্গত স্রোতের পোল এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী ফুয়াদ হালিম। তখন একদল দুষ্কৃতী হামলা চালায় তাঁর উপর। অভিযোগের তির তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

আজ বিকেলে দলীয় কর্মীদের নিয়ে ভোটের প্রচারে গিয়েছিলেন ফুয়াদ হালিম। 4টে নাগাদ স্রোতের পোলের কাছে বাইকে চেপে একদল দুষ্কৃতী এসে হামলা চালায় ফুয়াদ হালিম ও তাঁর দলের কর্মী-সমর্থকদের উপর। ওই বাইক বাহিনীতে প্রায় 30 জন ছিল। ঘটনায় ফুয়াদ হালিম সহ জখম হন প্রায় 7 জন বামকর্মী। আহতদের আমতলার একটি সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সবাইকেই ছেড়ে দেওয়া হলেও গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন শম্ভুনাথ কুর্ণি নামে এক বামকর্মী।

ফুয়াদ হালিমের দাবি, নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই তিনি আজ ভোট প্রচারে গিয়েছিলেন। স্রোতের পোলে প্রচারের সময় তাঁদের উপর হঠাৎ এই হামলা হয়। তিনি বলেন, "আমার মাথায়, হাতে বাঁশ দিয়ে মারে। বুকে, পেটে মারে। আমাদের কমরেডদের উপরও আক্রমণ হয়েছে। যারা আক্রমণ করেছিল তাদের দাবি প্রচার করা যাবে না।"

নির্বাচনী বিধি অনুযায়ী ভোট প্রচারের সময় কমিশনের তরফে ভিডিয়ো ক্যামেরা এবং পুলিশ থাকার কথা। কিন্তু হালিমের দাবি বাইক বাহিনী আসার আগে প্রচারে সঙ্গে থাকা পুলিশ ও যিনি ভিডিয়ো রেকর্ডিং করছিলেন তাঁরা এলাকা ছেড়ে চলে যান।

নির্বাচন কমিশন সহ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন হালিম। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার নির্বাচনী আধিকারিকের কাছে এবিষয়ে রিপোর্ট চেয়েছে কমিশন।

Last Updated : Apr 10, 2019, 2:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details