পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্যানিংয়ে শাসকের গোষ্ঠী কোন্দল, যুবর মার খেয়ে হাসপাতালে দুই নেতা - তৃণূমূল

অভিযোগ, রড, লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় ওই নেতাদের । গুরুতর আহত শাহজাহান ও পায়রুদ্দিন বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

canning
যুবর মার খেয়ে হাসপাতালে দুই নেতা

By

Published : Jul 5, 2021, 3:40 PM IST

ক্যানিং, 5 জুলাই : ক্যানিংয়ে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে । যশ মোকাবিলায় ত্রাণ বণ্টনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল সংগঠন ৷

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বর্ষীয়ান নেতা তথা তৃণমূলের বুথ সভাপতি শাহজাহান সর্দার ও দলের সক্রিয় কর্মী পায়রুদ্দিন মোল্লা যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁদের ওপর অতর্কিতে হামলা হয়েছে ৷ হামলা চালিয়েছে যুব তৃণমূল নেতা শরিফউদ্দিন মোল্লা ও তাঁর অনুগামীরা ।

অভিযোগ, রড, লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় ওই নেতাদের । গুরুতর আহত শাহজাহান ও পায়রুদ্দিন বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । জখম তৃণমূল নেতা শাহজাহান সর্দারের মাথায় গুরুতর চোট লেগেছে । চোট পেয়েছেন হাতে-পায়েও । হাসপাতালে বিছানায় শুয়ে শাহজাহান জানান, রবিবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আচমকাই হামলা করে যুব তৃণমূল নেতৃত্ব । কেন তারা হামলা করেছে তা নিয়ে অন্ধকারে শাহজাহান । অপর আক্রান্ত নেতা পায়রুদ্দিনও চোট পেয়েছেন মাথায় ।

হামলার ঘটনায়, ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল । যদিও, এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে যুব তৃণমূল কংগ্রেস ।

যুবর মার খেয়ে হাসপাতালে দুই নেতা

আরও পড়ুন: পঞ্চায়েত পরিচালনা করবে কে? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত 5

দলীয় সূত্রে খবর, ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় এখনও চলছে ত্রাণ বণ্টন । সেই ত্রাণ বিতরণ নিয়েই মূলত বিরোধ । প্রশ্ন উঠছে, যেখানে খোদ তৃণমূল সুপ্রিমো গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ৷ এমনকী বিরুদ্ধাচারণ দেখলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন, সেখানে কী করে এই ধরনের ঘটনা ঘটে চলেছে ৷

বিরোধীরা বলছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বরাবরই সুবিদিত । যশের ত্রাণের টাকা ছয়লাপ করেছে । তাই এ ওকে দুষছে । শাসক শিবিরের থেকে এটাই কাম্য ।

ABOUT THE AUTHOR

...view details