ক্যানিং, 5 জুলাই : ক্যানিংয়ে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে । যশ মোকাবিলায় ত্রাণ বণ্টনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল সংগঠন ৷
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বর্ষীয়ান নেতা তথা তৃণমূলের বুথ সভাপতি শাহজাহান সর্দার ও দলের সক্রিয় কর্মী পায়রুদ্দিন মোল্লা যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁদের ওপর অতর্কিতে হামলা হয়েছে ৷ হামলা চালিয়েছে যুব তৃণমূল নেতা শরিফউদ্দিন মোল্লা ও তাঁর অনুগামীরা ।
অভিযোগ, রড, লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় ওই নেতাদের । গুরুতর আহত শাহজাহান ও পায়রুদ্দিন বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । জখম তৃণমূল নেতা শাহজাহান সর্দারের মাথায় গুরুতর চোট লেগেছে । চোট পেয়েছেন হাতে-পায়েও । হাসপাতালে বিছানায় শুয়ে শাহজাহান জানান, রবিবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আচমকাই হামলা করে যুব তৃণমূল নেতৃত্ব । কেন তারা হামলা করেছে তা নিয়ে অন্ধকারে শাহজাহান । অপর আক্রান্ত নেতা পায়রুদ্দিনও চোট পেয়েছেন মাথায় ।