পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari Meeting: শুভেন্দুর জনসভায় যেতে বিজেপি কর্মী-সমর্থকদের বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - শুভেন্দু অধিকারীর সভা

ডায়মন্ড হারবারে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট ৷ ডায়মন্ড হারবারে লাইট হাউস মাঠে অনুষ্ঠিত হবে এই সভা (Suvendu Adhikari Meeting)৷ তার আগে বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা সভায় যাওয়ার জন্য রওনা দিয়েছে ৷ তবে শুভেন্দুর জনসভায় যেতে বাধা দেওয়া হচ্ছে তাঁদের বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷

Suvendu Adhikari Meeting
Suvendu Adhikari Meeting

By

Published : Dec 3, 2022, 3:32 PM IST

দক্ষিণ 24 পরগনা, 3 ডিসেম্বর: আজ ডায়মন্ড হারবারে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা (Suvendu Adhikari Meeting) ৷ সেই সভায় যেতে বিজেপি কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়কে বিভিন্ন মোড়গুলিতে তৃণমূল কর্মী-সমর্থকরা পদ অবরোধ করে । এর জেরে আটকে পড়ে বিজেপি কর্মী-সমর্থকদের গাড়ি ।

দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, কুলপি, মথুরাপুর, নামখানায, হটুগঞ্জ ও পাথরপ্রতিমায় পথ অবরোধ করা হয় ৷ শুভেন্দু অধিকারীর জনসভায় যাওয়ার পথে নামখানার বিজেপি কর্মী-সমর্থকদের গাড়ি দাস বাঁধের কাছে আটকে দিয়েছে কাকদ্বীপ পুলিশ প্রশাসন । ঘটনাস্থলে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি । সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ পুলিশ প্রশাসনের একটি বিশাল পুলিশ বাহিনী আসে সেখানে (TMC alleges block BJP workers and supporters) ।

শুভেন্দুর জনসভায় যেতে বিজেপি কর্মী-সমর্থকদের বাধা !

এমনকী নামখানা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মী-সমর্থকদের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ । সর্বমোডে নামখানা ব্লকের সাতটি গাড়ি যেগুলো সকালেই শুভেন্দুর জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছিল । ওই সাতটি গাড়িতে প্রায় দেড় হাজার বিজেপি কর্মী-সমর্থকেরা রয়েছে ৷ বিজেপি কর্মী-সমর্থকদের সেই সাতটি বাস-সহ সাতটি জিও গাড়িকে আটকে দেওয়া হয়েছে কাকদ্বীপ পুলিশের পক্ষ থেকে বলে খবর ।

আরও পড়ুন:হাইকোর্টের অনুমতি পেতেই ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার প্রস্তুতি শুরু

অন্যদিকে একই চিত্র ফুটে উঠল দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভা কেন্দ্রের হটুগঞ্জ ও বিভিন্ন মোড় গুলিতে ৷ 117 নম্বর জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কর্মী-সমর্থকেরা । বিজেপি পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত বাধা অতিক্রম করে হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকেরা ডায়মন্ড হারবার লাইট হাউজ মাঠে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারীর জনসভাকে সাফল্য মন্ডিত করবে ।

ABOUT THE AUTHOR

...view details