পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: এবার বাসন্তী, বোমার আঘাতে খুন তৃণমূল কর্মী - বাসন্তীতে খুন

এ বার বাসন্তীতে বোমার আঘাতে খুন হলেন এক তৃণমূল কর্মী ৷ 50 বছরের ওই ব্যক্তির নাম আনিসুর ওস্তাগার । বাসন্তী থানার ফুল মালঞ্চ এলাকায় এই ঘটনা ঘটে ।

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jul 8, 2023, 2:29 PM IST

Updated : Jul 8, 2023, 4:33 PM IST

বাসন্তীতে বোমার আঘাতে খুন তৃণমূল কর্মী

বাসন্তী (দক্ষিণ 24 পরগনা), 8 জুলাই:অব্যাহত মৃত্যুমিছিল ৷ এ বার দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ভোটের হিংসার বলি হলেন একজন ৷ জানা গিয়েছে, নিহতের নাম আনিসুর ওস্তাগার । তাঁর বয়স 50 বছর ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার ফুল মালঞ্চ এলাকায় ।

জানা গিয়েছে, ফুলমালাঞ্চ প্রাইমারি স্কুলে ভোট দিতে গিয়েছিলেন আনিসুর ওস্তাগার । সেই সময়ই ঘটে আচমকা বিস্ফোরণ ৷ বোমাবাজির সময় তিনি ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে জানা গিয়েছে ।

কিছু দিন আগেই বাসন্তীতে এক তৃণমূল কর্মী খুন হন । ভোটের দিন, শনিবারও ফের উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী । সেখাানে খুন হলেন তৃণমূল কর্মী আনিসুর ওস্তাগার । সকাল থেকে সেখানে মুহুর্মুহু বোমাবাজি হচ্ছিল । বুথের ভিতরও বোমা এসে পড়ে বলে অভিযোগ । জানা গিয়েছে, ফুল মালঞ্চ 92 নম্বর বুথের তৃণমূল প্রার্থী রোকিয়া ওস্তাগারের ভাইপোকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় । সেই বোমার আঘাতে মারা যান আনিসুর ।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে সেই 'মৃত্যু-উপত্যকা' বাংলা, রাজ্যজুড়ে মৃত 10, জখম বহু

দুপুরে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, বুথের বাইরে ও ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যালট পেপার, সরঞ্জাম । সূত্রের খবর, নির্দল প্রার্থীদের তরফেই হামলা চালানো হয় । এই বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, আইএসএফ কর্মী সমর্থকরা পরিকল্পিতভাবে এই বোমাবাজি চালিয়েছে এলাকায় । তাঁরাই ফুল মালঞ্চ 92 নম্বর বুথের তৃণমূলের প্রার্থী রোকিয়া ওস্তাগারের ভাইপোকে লক্ষ্য করে বোমা ছোড়েন । বোমার আঘাতে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর । এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । তৃণমূলের পক্ষ থেকে নিহত কর্মীর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে ।

শনিবার সকালে ভোটপর্ব শুরু হওয়ার আগে থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে ধরা পড়েছে হিংসার ছবি ৷ একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায় ৷

Last Updated : Jul 8, 2023, 4:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details