বাসন্তী (দক্ষিণ 24 পরগনা), 8 জুলাই:অব্যাহত মৃত্যুমিছিল ৷ এ বার দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ভোটের হিংসার বলি হলেন একজন ৷ জানা গিয়েছে, নিহতের নাম আনিসুর ওস্তাগার । তাঁর বয়স 50 বছর ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার ফুল মালঞ্চ এলাকায় ।
জানা গিয়েছে, ফুলমালাঞ্চ প্রাইমারি স্কুলে ভোট দিতে গিয়েছিলেন আনিসুর ওস্তাগার । সেই সময়ই ঘটে আচমকা বিস্ফোরণ ৷ বোমাবাজির সময় তিনি ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে জানা গিয়েছে ।
কিছু দিন আগেই বাসন্তীতে এক তৃণমূল কর্মী খুন হন । ভোটের দিন, শনিবারও ফের উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী । সেখাানে খুন হলেন তৃণমূল কর্মী আনিসুর ওস্তাগার । সকাল থেকে সেখানে মুহুর্মুহু বোমাবাজি হচ্ছিল । বুথের ভিতরও বোমা এসে পড়ে বলে অভিযোগ । জানা গিয়েছে, ফুল মালঞ্চ 92 নম্বর বুথের তৃণমূল প্রার্থী রোকিয়া ওস্তাগারের ভাইপোকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় । সেই বোমার আঘাতে মারা যান আনিসুর ।