নামখানা, 10 জুলাই: দক্ষিণ 24 পরগনা জেলার মোট 32টি কেন্দ্রে হবে ভোট গণনা ৷ মঙ্গলবার সকাল 8 থেকে এই ভোট গণনার কাজ শুরু হবে । তার আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলিকে । ব্যালট বাক্স পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । গণনাকেন্দ্রের 100 মিটারের মধ্যে কাউকে ঘেষতে দেওয়া হচ্ছে না । কয়েক ঘণ্টার ব্যবধানে গোটা এলাকায় অভিযান চালানো হচ্ছে ৷ রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী । গণনাকেন্দ্রের কাছে কোনও প্রকার জমায়েত করতে দেওয়া হচ্ছে না । ভোটে বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা তেমন না মিললেও প্রত্যেক গণনাকেন্দ্রে মোতায়েন রয়েছে যথেষ্ট পরিমাণ জওয়ানরা ।
বিএসএফ ডিআইজি (সাউন্ড বেঙ্গল ফ্রন্টেনিয়ার) এসএস গুলেরিয়া জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর সিংহভাগ কোম্পানিই রাজ্যের 339টি ভোটগণনা কেন্দ্র ও স্ট্রং রুমের সুরক্ষার দায়িত্বে থাকবে । গণনার সময় প্রতি কেন্দ্রে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পরামর্শ দিয়েছেন বিএসএফ-এর ডিআইজি । মঙ্গলবার সকালে স্ট্রংরুম থেকে গণনার জন্য আনা হবে ব্যালট বাক্সগুলি । প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনের ব্যালটের গণনা হবে । এই গণনার ক্ষেত্রেও প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ব্যালট গণনা করা হবে । গণনার পর ভোট পরবর্তী হিংসার একটা আশংকা থাকে । সেই কারণে ভোট পরবর্তী হিংসা রুখতে এলাকায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ।