পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tiger Terror in Gosaba : হাঁফ ছেড়েছে কুমিরমারি, সাতজেলিয়ায় অব্যাহত বাঘ-বন্দি খেলা - বাঘ ধরতে খাঁচা পাতল বন দফতর

'মহারাজা, তোমারে সেলাম ৷' বন দফতরের আধিকারিকরা মনে মনে এখন বোধহয় এটাই ভাবছেন ৷ বাঘ ধরতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা তাঁদের ৷ সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে এখন প্রায় রোজই দেখা দিচ্ছেন দক্ষিণরায় ৷ মানুষের গন্ধে ঢুকে পড়ছেন লোকালয়ে ৷ কোনওরকম দুর্ঘটনা ঘটার আগে বাঘকে খাঁচা বন্দি করতে উঠে পড়ে লেগেছে বন দফতর (Tiger fear in Gosaba) ৷

gosaba
কুমিরমারির বাঘ ধরা পড়লেও এখনও অধরা সাতজেলিয়া জঙ্গলের বাঘ

By

Published : Jan 2, 2022, 11:37 AM IST

গোসাবা, 2 জানুয়ারি : একের পর এক বাঘের আতঙ্কে ত্রস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ৷ রয়্যাল বেঙ্গল টাইগার যেন এখন সুন্দরবনের ত্রাস হয়ে দাঁড়িয়েছে ৷ যার জন্য চিন্তিত বন দফতরও (Tiger Terror in Gosaba) ৷

শনিবার রাতে গোসাবার কুমিরমারি এলাকায় বন দফতরের অফিসের পাশে দেখতে পাওয়া বাঘটিকে খাঁচা বন্দি করলেও, বন দফতরকে রীতিমতো ঘোল খাওয়াচ্ছে সাতজেলিয়া জঙ্গলের দক্ষিণরায় ৷ শুক্রবার থেকে বোমা ফাটিয়ে, জাল দিয়ে জঙ্গল ঘিরে, খাঁচা পেতেও এখনও তাকে কবজা করতে পারেনি বন দফতর ৷

সাতজেলিয়ার মহারাজকে ধরতে ইতিমধ্যেই দুটি খাঁচা পাতা হয়েছে ৷ শনিবার জাল দিয়ে জঙ্গল ঘেরার সময় হঠাৎই বাঘের থাবায় জখম হন এক বনকর্মী । পার্থ কয়াল নামে ওই বনকর্মীকে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন :Tiger terror in Gosaba : কুলতলির পর এবার বাঘের আতঙ্ক গোসাবাতে, তৎপর বন দফতর

সুন্দরবন সংলগ্ন এখনও পর্যন্ত চারটি এলাকায় বাঘের হদিশ মিলেছে ৷ কুলতলির পর ক্যানিং মহকুমার অন্তর্গত গোসাবা ব্লকের লাহিড়ীপুর অঞ্চলের চরঘেরী এলাকায় শুক্রবার সকালে বেশ কয়েকজন মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় ।

কুমিরমারির বাঘ ধরা পড়লেও এখনও অধরা সাতজেলিয়া জঙ্গলের বাঘ

খবর পেয়ে ঘটনাস্থলে সজনেখালি রেঞ্জের বনকর্মীরা-সহ বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর নেতৃত্বে পুলিশ বাহিনী আসে । বাঘটিকে জঙ্গলে ফিরিয়ে দিতে এবং সে যাতে লোকালয়ে না ঢুকে পড়ে তার জন্য বনকর্মীরা চারিদিকে জঙ্গলের চারিদিক জাল দিয়ে ঘিরে দেয় । এমনকি ছাগলের টোপ দিয়ে দু'টি খাঁচা পাতার তোড়জোড় শুরু করেছে বন দফতর । ইতিমধ্যেই 1টি খাঁচা পাতা হয়ে গিয়েছে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মরিচঝাঁপি জঙ্গল থেকে বাঘটি বেরিয়ে এসে গাড়াল নদীতে সাঁতার কেটে চরঘেরী এলাকায় ঢুকে পড়ে । তারপরই তাকে ধরতে নেমে রীতিমতো হিমসিম খাচ্ছে বন দফতর ৷

আরও পড়ুন :Tiger spotted at Gosaba : বন দফতরের অফিসের পাশে দক্ষিণরায়, চাঞ্চল্য গোসাবায়

ABOUT THE AUTHOR

...view details