পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tiger Foot Prints : ঝড়খালিতে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে এলাকাবাসী - বাঘের পায়ের ছাপ

দক্ষিণরায়ের পদ চিহ্ন দেখে আতঙ্কে ঝড়খালি (Tiger Foot Prints) ৷ বনকর্মীদের অনুমান, তিনি নদীর চর থেকে পের জঙ্গলে ফিরে গিয়েছেন তাই এই পদ চিহ্ন পড়েছে ৷ আতঙ্কের কোনও কারণ নেই ৷

Jharkhali Tiger Foot Prints
ঝড়খালিতে বাঘের পায়ের ছাপ

By

Published : Mar 30, 2022, 10:58 PM IST

ঝড়খালি, 30 মার্চ :নদীর চরে দেখা মিলল বাঘের পায়ের ছাপ । আর এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলের বালির খাল কানমারিখাল এলাকায় (Tiger Footprints Found in Jharkhali) ।

বুধবার হেড়োভাঙা নদীতে বেশ কয়েকজন মৎস্যজীবী মাছ ধরার সময় নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান । সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি জানিয়ে মাতলা রেঞ্জ ও গ্রামের মানুষজনকে খবর দেন । খবর পেয়ে মাতলার রেঞ্জার বিপ্লব ঘোষ ও ডেপুটি রেঞ্জার কৃষ্ণপদ মণ্ডলের নেতৃত্বে বনকর্মীরা চারিদিকে ঘেরার জন্য জাল নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় ৷

জাল দিয়ে ঘেরার আগে বাঘের পায়ের ছাপ দেখে বনকর্মীরা বাঘের গতিবিধি অনুসন্ধান করতে থাকেন ৷ বাঘের পায়ের ছাপ দেখে বনকর্মীরা অনুমান করেন ঝড়খালি পার্কের এলাকা থেকে বাঘটি হেড়োভাঙা নদী সাঁতরে হেড়োভাঙার জঙ্গলে ঢুকে গিয়েছে ৷

এই বিষয়ে বনকর্মীরা জানান, একটি জঙ্গল থেকে বের হয়ে হেড়োভাঙা নদীতে সাঁতার কেটে বালির খাল কানমারিখাল এলাকায় ঢুকে পড়েছিল বলে নদীর চরে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে । বাঘটি রাতেই ঢুকে ছিল বলে অনুমান করা হচ্ছে । তবে পায়ের ছাপ দেখে বোঝা যাচ্ছে বাঘটি হেড়োভাঙা নদী সাঁতারে ফের জঙ্গলে চলে গিয়েছে ৷ তবে এই বিষয়ে নজর রাখা হচ্ছে ৷ জাল প্রস্তুত করে রাখা হয়েছে ৷ সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷

আরও পড়ুন :Tiger in South Kashiabad : সুন্দরবনের দক্ষিণ কাশিয়াবাদে বাঘের আতঙ্ক, তল্লাশি বনকর্মীদের

ABOUT THE AUTHOR

...view details