সুন্দরবন, 24 নভেম্বর:প্রতিবছরের মতো এ বারও সুন্দরবনে বাঘের সংখ্যা নির্ধারণের কাজ শুরু হতে চলেছে । ইতিমধ্যে সুন্দরবনজুড়ে ক্যামেরা বসানোর কাজ শুরু করে দিয়েছে বন দফতর । 27 নভেম্বর থেকে শুরু হচ্ছে সুন্দরবনের বার্ষিক বাঘ গণনার কাজ ৷
বনদফতর সূত্রে খবর, জঙ্গলের প্রায় 720টি জায়গায় প্রায় দেড় হাজারেরও বেশি ক্যামেরা লাগানো থাকবে । গত বছরের তুলনায় এ বছর বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এমনটাই মনে করছেন বনদফতরের আধিকারিকেরা । গত বছর যে সংখ্যাটা ছিল 101, সেই সংখ্যা এ বছর গণনার পর বাড়বে বলেই আশা বনদফতরের আধিকারিকদের ।
বনদফতর সূত্রে খবর, এ বার ক্যামেরা বসানোর কাজে মোট 10টি দল অংশগ্রহণ করছে । প্রতিটি দলে 12 জন করে বনকর্মী থাকছেন । মোট 120 জন বনকর্মী এই ক্যামেরা বসানোর কাজে অংশগ্রহণ করেছেন । সুন্দরবনের 40টির ও বেশি জঙ্গলে মোট 720টি জায়গায় 1500টি ক্যামেরা বসানো হচ্ছে । এছাড়া ড্রোন ক্যামেরা ও জিপিএস এবং ব্যাঘ্র প্রকল্পের নিজস্ব পেজে সফটওয়ারও বাঘ গণনার কাজে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা । আগে বাঘের পায়ের ছাপ, মল সংগ্রহ করে তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জঙ্গলে বাঘেদের সংখ্যা ঠিক কত রয়েছে, তা জানার চেষ্টা করেন বনকর্মীরা ।