পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

27 নভেম্বর থেকে শুরু হচ্ছে সুন্দরবনের বার্ষিক বাঘ গণনার কাজ

Tiger census of Sundarbans: আগামী 27 নভেম্বর অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে সুন্দরবনের বার্ষিক বাঘ গণনার কাজ ৷ তার আগে জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ শুরু করেছেন বনকর্মীরা ৷

Tiger census of Sundarbans
সুন্দরবনের বার্ষিক বাঘ গণনা

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 3:40 PM IST

Updated : Nov 24, 2023, 5:49 PM IST

সুন্দরবন, 24 নভেম্বর:প্রতিবছরের মতো এ বারও সুন্দরবনে বাঘের সংখ্যা নির্ধারণের কাজ শুরু হতে চলেছে । ইতিমধ্যে সুন্দরবনজুড়ে ক্যামেরা বসানোর কাজ শুরু করে দিয়েছে বন দফতর । 27 নভেম্বর থেকে শুরু হচ্ছে সুন্দরবনের বার্ষিক বাঘ গণনার কাজ ৷

বনদফতর সূত্রে খবর, জঙ্গলের প্রায় 720টি জায়গায় প্রায় দেড় হাজারেরও বেশি ক্যামেরা লাগানো থাকবে । গত বছরের তুলনায় এ বছর বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এমনটাই মনে করছেন বনদফতরের আধিকারিকেরা । গত বছর যে সংখ্যাটা ছিল 101, সেই সংখ্যা এ বছর গণনার পর বাড়বে বলেই আশা বনদফতরের আধিকারিকদের ।

বনদফতর সূত্রে খবর, এ বার ক্যামেরা বসানোর কাজে মোট 10টি দল অংশগ্রহণ করছে । প্রতিটি দলে 12 জন করে বনকর্মী থাকছেন । মোট 120 জন বনকর্মী এই ক্যামেরা বসানোর কাজে অংশগ্রহণ করেছেন । সুন্দরবনের 40টির ও বেশি জঙ্গলে মোট 720টি জায়গায় 1500টি ক্যামেরা বসানো হচ্ছে । এছাড়া ড্রোন ক্যামেরা ও জিপিএস এবং ব্যাঘ্র প্রকল্পের নিজস্ব পেজে সফটওয়ারও বাঘ গণনার কাজে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা । আগে বাঘের পায়ের ছাপ, মল সংগ্রহ করে তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জঙ্গলে বাঘেদের সংখ্যা ঠিক কত রয়েছে, তা জানার চেষ্টা করেন বনকর্মীরা ।

কিন্তু সে ক্ষেত্রে যথেষ্ট ঝুঁকি থেকে যাওয়ায়, বিগত বেশ কয়েক বছর ধরে ক্যামেরা ট্রাপিং-এর মাধ্যমে এই কাজ করা হচ্ছে । নতুন এই পদ্ধতি যেমন একদিক থেকে কম ঝুঁকিপূর্ণ, তেমনই অনেকটা সঠিক তথ্য এই পদ্ধতিতে পাওয়া সম্ভব বলেই দাবি বন আধিকারিকদের ।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস বলেন, "বিগত কয়েকবছর ধরে এই বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই বাঘের সংখ্যা নির্ধারণের কাজ চলছে । এ বারও তা শুরু হয়েছে । মাসখানেক বাদে ক্যামেরাগুলি তুলে এনে সেগুলির ছবি বিচার বিশ্লেষণ বাঘের সংখ্যা নির্ধারণ করা হবে । আমাদের আশা, সুন্দরবে বাঘেদের সংখ্যা আগের তুলনায় বেড়েছে ।"

আরও পড়ুন:

  1. বেঙ্গল সাফারি পার্কে দ্বিতীয় ব্যাঘ্র শাবকের মৃত্যু, খাওয়া বন্ধ মা কিকা'র
  2. আন্তর্জাতির ব্যাঘ্র দিবসেই করবেট পার্কে বাঘিনীর মৃত্যু
  3. বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি ! দুই শাবকের জন্ম দিল কিকা
Last Updated : Nov 24, 2023, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details