পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vessels Lost Way: ঘন কুয়াশায় মাঝ নদীতে দিকভ্রষ্ট যাত্রী বোঝাই 3 ভেসেল - ঘন কুয়াশা

শীত সেভাবে না পড়লেও সকালের দিকে ঘন কুয়াশা থাকে ৷ আজও তার ব্যতিক্রম ছিল না ৷ এর জেরেই মাঝ নদীতে দিকভ্রষ্ট হয়ে যায় যাত্রী বোঝাই তিনটি ভেসেল (Vessels Lost Its Way) ৷

Vessels Lost Way
দিকভ্রষ্ট যাত্রী বোঝাই ভেসেল

By

Published : Dec 26, 2022, 12:27 PM IST

কুয়াশার জেরে নদীতে দিকভ্রষ্ট যাত্রী বোঝাই 3 ভেসেল, রইল ভিডিও

কচুবেড়িয়া, 26 ডিসেম্বর: ঘন কুয়াশার (Fog) জেরে ঘটল বিপত্তি ৷ দিকভ্রষ্ট হয়ে পড়ল তিনটি ভেসেল (Three vessels) ৷ এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে । দক্ষিণ 24 পরগনার সাগরের কচুবেড়িয়ায় সোমবার সকালে ঘটনাটি ঘটেছে (Kachuberia Ghat) ।

প্রশাসনের নজর এড়িয়ে ঘন কুয়াশার মধ্যে লট নম্বর 8 থেকে যাত্রী নিয়ে তিনটি ভেসেল কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয় । যাত্রী বোঝাই ভেসেল মুড়িগঙ্গা নদীতে দিকভ্রষ্ট হয়ে এদিক-ওদিক ঘুরতে থাকে । অবশেষে প্রশাসনের সহযোগিতায় বহু কষ্টে দুটি ভেসেল গন্তব্যস্থলে পৌঁছয় ৷ কিন্তু তারপরেও একটি ভেসেল ঘন কুয়াশার কারণে নদীতে আটকে রয়ে যায় ৷ তার খোঁজ পাওয়া যাচ্ছিল না । পরে প্রশাসন খোঁজাখুজি শুরু করতে নদীর চরে একটি জায়গায় সেটিকে পাওয়া যায় ৷ ভাঁটা পড়ে যাওয়ায় ভেসেলটি চরেই আটকে যায় বলে জানা গিয়েছে ৷ ভেসেল কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফ থেকে নদীতে আটকে থাকা ভেসেলের মধ্যে থেকে যাত্রীদের বের করে আনা হয়েছে । ভাঁটা থাকায় নৌকা করে যাত্রীদের ঘাটে নিরাপদে নিয়ে আসা হয়েছে ৷ এরপর জোয়ার এলে ভেসেলটিও ঘাটে চলে আসবে ৷

জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে সকাল থেকে ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল কচুবেড়িয়া ঘাটে । তারই মধ্যে তিনটি ভেসেল প্রশাসনের নজর এড়িয়ে যাত্রী পারাপারের কাজ শুরু করে দেয় । ঘন কুয়াশা থাকার কারণে তিনটি ভেসেল দিক হারিয়ে যায় (vessels loaded with passengers lost its way) ৷ তার মধ্যে নদীর কোন একটি জায়গাতে তিন নম্বর ভেসেলটি আটকে রয়ে যায় । তারপরেই খোঁজ শুরু হয় আটকে থাকা ওই ভেসেলটির । অবশেষে তার দেখা মেলে ৷ কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রশাসনের নজর এড়িয়ে ঘন কুয়াশার মধ্যে কী করে চলে গেল ভেসেলগুলি ৷

আরও পড়ুন:ভেসেল থেকে নামতে গিয়ে বিপত্তি, হুগলি নদীতে তলিয়ে গেল 2 শিশু

ভেসেল কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে সকালে ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল । যেহেতু গঙ্গাসাগর মেলা সামনে, তাই সেই মুহূর্তে লট নাম্বার 8 ভেসেল ঘাটে প্রায় তিন থেকে চার হাজার পুণ্যার্থী দাঁড়িয়ে ছিল ৷ কুয়াশা পরিষ্কার হলেই পুনরায় শুরু হয় যাত্রী পারাপারের কাজ । ভেসেল কর্তৃপক্ষ নজর এড়িয়ে কেনই বা তিনটি ভেসেল যাত্রী বোঝাই করে রওনা দিয়েছিল, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে ।

আরও পড়ুন:নিম্নচাপের জেরে উত্তাল নদী, আড়াই ঘণ্টার চেষ্টায় ফিরল ভেসেল

ABOUT THE AUTHOR

...view details