ভাঙড়, 11 জুলাই: ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণ । ঝলসে গিয়েছেন বেশ কয়েকজন । বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে । আহতদের কারও হাত, পা, কারও মুখ, কারও শরীর বীভৎসভাবে পুড়ে গিয়েছে । নির্বাচনপর্ব চলাকালীন একই দিনে দুই ভিন্ন রাজনৈতিক দলের তিনজন খুন হন । ভোটের গণনার দিন দক্ষিণ 24 পরগনার কাঁঠালিয়া হাইস্কুলের বাইরে মুড়ি-মুড়কির মতো বোমা পড়েছিল । পুলিশ কার্যত অসহায় হয়ে পড়েছিল সেই রাতে । এবার ভয়াবহ বিস্ফোরণ হল ।
দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চালতাবেড়িয়ার চকমরিচা বোমা বিস্ফোরণ ঘটে বৃহস্পতিবার । তিনজন গুরুতর আহত হন । এমনও অভিযোগ, আহতরা একটি গাড়িতে কলকাতার পথে রওনা দিয়ে দেন । কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা বাসন্তী হাইওয়ের কাঁটাতলা এলাকায় গাড়িটি আটকায় । এরপরই গাড়ির ভিতরে ভয়াবহ দৃশ্য দেখে চোখ কপালে ওঠে সকলের । আহতদের চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর । পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম হল - ইমরান মোল্লা (16), শাকির হোসেন মোল্লা (19) ও ইনজামুল মোল্লা (17 ) ৷
পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এখনও মোতায়েন রয়েছে ভাঙড়ে । অথচ তারপরও এমন ভয়াবহ ঘটনা ঘটল । তৃণমূলের অভিযোগ, আহতরা আইএসএফ কর্মী । তাঁরা বোমা বাঁধছিল বলেও অভিযোগ উঠছে । চকমরিচার কোনও মানুষ মুখ খুলতে নারাজ । অধিকাংশ বাড়িতে তালা ঝুলছে । যে এলাকায় এই ঘটনা, সেখানে যেন শ্মশানের নীরবতা ।