বামনঘাটা, 30 নভেম্বর: ফের রাজ্যে রাতের অন্ধকারে দুরন্ত গতির কাড়ল প্রাণ (Bike Racing) । বাসন্তী হাইওয়েতে বাইক নিয়ে রেষারেষি করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের (Three died in Road Accident) । ঘটনায় গুরুতর আহত আরও এক । দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়ের বামনঘাটার (Bamanghata) বকডোবা এলাকায় । ঘটনাস্থলে যায় কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ ।
জানা গিয়েছে, মৃত যুবকদের বাড়ি বামনঘাটাতেই । হেলমেট ছাড়াই বামনঘাটা থেকে দুটি বাইকে চার যুবক রেষারেষি করে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন । সেই সময়ই একটি লরির পিছনে ধাক্কা মারে বাইক দুটি । ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর । গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । মৃত্যু হয়েছে রাহুল নস্কর, জয় গায়েন, শুভজিৎ লাহা নামে তিন যুবকের । হাসাপাতালে ভর্তি রাকেশ দাস ।