পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident: ফের রাতের অন্ধকারে গতির বলি তিন, আহত এক - পথ দুর্ঘটনা

বাইক নিয়ে চলছিল রেষারেষি (Bike Racing) ৷ আর তার জেরেই প্রাণ গেল তিন যুবকের (Death in Road Accident) ৷ ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়ের বামনঘাটার বকডোবা এলাকায় ।

Road Accident
Road Accident

By

Published : Nov 30, 2022, 10:43 AM IST

Updated : Nov 30, 2022, 11:33 AM IST

বামনঘাটা, 30 নভেম্বর: ফের রাজ্যে রাতের অন্ধকারে দুরন্ত গতির কাড়ল প্রাণ (Bike Racing) । বাসন্তী হাইওয়েতে বাইক নিয়ে রেষারেষি করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের (Three died in Road Accident) । ঘটনায় গুরুতর আহত আরও এক । দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়ের বামনঘাটার (Bamanghata) বকডোবা এলাকায় । ঘটনাস্থলে যায় কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ ।

জানা গিয়েছে, মৃত যুবকদের বাড়ি বামনঘাটাতেই । হেলমেট ছাড়াই বামনঘাটা থেকে দুটি বাইকে চার যুবক রেষারেষি করে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন । সেই সময়ই একটি লরির পিছনে ধাক্কা মারে বাইক দুটি । ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর । গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । মৃত্যু হয়েছে রাহুল নস্কর, জয় গায়েন, শুভজিৎ লাহা নামে তিন যুবকের । হাসাপাতালে ভর্তি রাকেশ দাস ।

ফের রাতের অন্ধকারে গতির বলি তিন

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর ধমক ! দ্রুত যেতে গিয়ে দুর্ঘটনার কবলে শীতবস্ত্র বোঝাই গাড়ি

স্থানীয় বাসিন্দা প্রীতম নস্কর বলেন, "আমরা ধাবাতে চা খেতে এসে দেখি অনেক লোক চেঁচামেচি করছে । তাঁদের মুখ থেকেই গোটা ঘটনার কথা শুনি । ঘটনাস্থলে গিয়ে দেখি চার যুবকের মধ্যে তিনজনেই মারা গিয়েছেন । আর একজন গুরুতরভাবে জখম হয়েছেন । সবাই আমাদের এখানেরই ছেলে । বাইকগুলি প্রচণ্ড দ্রুত গতিতে আসছিল । ওরা রেসিং করছিল বলে জানতে পেরেছি । তখনই একটা বাঁকের মুখে লরিকে ধাক্কা মারে ।" ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Last Updated : Nov 30, 2022, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details