পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাটা মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত 3 - 3 persons died in a car accident

বজবজ থেকে মৃতদেহ নিয়ে যাচ্ছিলেন তাঁরা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি ৷ ঘটনাস্থানে দুজনের মৃত্যু হয় ৷ আহতদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আরও একজনের মৃত্যু হয় ৷ মৃতদের নাম মোহিত মল্লিক (62), সমীরণ চক্রবর্তী (42) ও রাজদীপ চক্রবর্তী (26) ৷ বাকিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন ৷

dead

By

Published : Nov 19, 2019, 10:35 PM IST

কলকাতা , 19 নভেম্বর : আজ সন্ধ্যায় মহেশতলা থানার বাটা মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয় ৷ একটি ম্যাটাডোরে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি ৷ দুর্ঘটনায় জখম আরও কয়েকজন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷

বজবজ থেকে ম্যাটাডোরে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল ৷ দুর্ঘটনায় ঘটনাস্থানেই দুজনের মৃত্যু হয় ৷ আহতদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আরও একজনের মৃত্যু হয় ৷ মৃতদের নাম মোহিত মল্লিক (62), সমীরণ চক্রবর্তী (42) ও রাজদীপ চক্রবর্তী (26) ৷ বাকিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন ৷

দুর্ঘটনার পরেই স্থানীয়রা উদ্ধারকার্য শুরু করেন । তাঁদের তৎপরতাতেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে অন্তত 15 জন ছিলেন । গুরুতর জখম হয়েছেন প্রত্যেকেই । তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । পরে ঘটনাস্থানে আসে মহেশতলা থানার পুলিশ । তদন্ত শুরু হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details