মহেশতলা, 24 ডিসেম্বর: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের 3 জনের (3 Died in a Road Accident )। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 1 জন। মহেশতলা থেকে একটি বাইকে তিনজন খিদিরপুরের দিকে যাচ্ছিলেন ৷ কারোর মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একবালপুরের বাসিন্দা মহম্মদ ফিরোজ(35) তাঁর স্ত্রী নাগমা খাতুন(28) এবং তাঁদের ছেলে ফারদিন খান(10)-কে নিয়ে বজবজের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগদানের জন্য যাচ্ছিলেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠিক সেই সময় হঠাৎ একটি বাসের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। পুলিশ দেহগুলি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা 3 জনকেই মৃত বলে ঘোষণা করেন।