পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আবহের মধ্যেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি - কলকাতা

চলছে প্রস্তুতি গঙ্গাসাগর মেলার ৷ তবে বিশেষ নজর দেওয়া হয়েছে সরকারি স্বাস্থ্যবিধি ও সামাজিক সুরক্ষার দিকে বলে জানিয়েছেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক D. P উলাঙ্গানাথন ৷

ছবি
ছবি

By

Published : Aug 24, 2020, 10:12 AM IST

কলকাতা, 24 অগাস্ট : কোরোনা পরিস্থিতির মধ্যেই শুরু হয়ে গেছে চলতি বছরের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ৷ সরকারি স্বাস্থ্যবিধি ও সামাজিক সুরক্ষার দিকে দেওয়া হবে বিশেষ নজর ৷ তবে, অন্য বছরের থেকে এই বছর মেলার প্রস্তুতি হবে আরও জোরদার ৷

জানুয়ারি মাসের প্রথমদিকে গঙ্গাসাগর দ্বীপে এই মেলা অনুষ্ঠিত হয় । বিভিন্ন রাজ্য এমনকী দেশ-বিদেশ থেকেও মানুষ আসে এখানে । লাখ লাখ মানুষের ভিড় হয় মেলায় ৷ দক্ষিণ 24 পরগনা জেলাশাসক D. P উলাঙ্গানাথন বলেন, "2021 এর গঙ্গাসাগর মেলা নিয়ে আমাদের প্রথম বৈঠকটি আয়োজিত হয়েছে । এই বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ছিলেন । পুলিশ, PWD, স্বেচ, পরিবহন, BDO, SDO সহ আরও অন্যান্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রাথমিক বৈঠক হয় । পাশাপাশি কোরোনা পরিস্থিতিতে কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করে মেলা করা হবে কিংবা কী ধরণের ব্যবস্থা হবে সেসব নিয়ে প্রথম পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে । ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ জোড় দেওয়া হচ্ছে ৷ পরিছন্নতা ও সামাজিক দূরত্ব বজায় রাখারও বন্দোবস্ত করা হয়েছে ৷ পাশাপাশি পুণ্যার্থীরা যাতে নির্ঝঞ্ঝাট ঘুরতে পারে সেদিকেও বিশেষ নজর রাখা হবে । গঙ্গাসাগর মেলা নিয়ে দ্রুত মুখ্যমন্ত্রী সমস্ত সংশ্লিষ্ট দপ্তরকে নিয়ে অনলাইন বৈঠকেও বসতে পারেন ।"

ABOUT THE AUTHOR

...view details