পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Theft in Kulpi: জামাইষষ্ঠীর দিনে চুরি ! এলাকার দু'টি মন্দির ও ফাঁকা বাড়ি থেকে নগদ টাকা-গয়না লোপাট

জামাইষষ্ঠীতে বহু জামাই পরিবারের সঙ্গে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন ৷ সাধারণত বাড়িঘর ফাঁকা ছিল ৷ এই অবস্থায় চোর বাড়ি এসে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না, নগদ টাকা নিয়ে চম্পট দিল ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলপিতে ৷

ETV Bharat
জামাইষষ্ঠীতে চুরি

By

Published : May 26, 2023, 7:28 PM IST

ফাঁকা বাড়ি থেকে নগদ টাকা-গয়না লোপাট

কুলপি, 26 মে: জামাইষষ্ঠীর আনন্দে মেতেছিল আপামর বাঙালি ৷ সপরিবার শ্বশুরবাড়িতে ভূরিভোজ করতে গিয়েছিল অনেক জামাই ৷ সেই সুযোগ কাজে লাগাল চোর ৷ এলাকার একটি বাড়ি ও মন্দিরে লুঠপাট চালিয়ে সোনা-রুপোর গয়না, টাকা নিয়ে চম্পট দিল চোর ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার অন্তর্গত কেশবনগর এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন এলাকার বাসিন্দা রামপ্রসাদ মণ্ডল পরিবারের সদস্যদের সঙ্গে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন ৷ স্বাভাবিক ভাবে বাড়িঘর ফাঁকাই ছিল ৷ শুধু বৃদ্ধ বাবা-মা বাড়িতে ছিলেন ৷ সেই সুযোগ হাতছাড়া করেনি চোর ৷ ঘরের আলমারি ভেঙে নগদ 15 হাজার টাকা ও লক্ষাধিক টাকারও বেশি মূল্যের সোনা, রুপোর গয়না নিয়ে পালায় চোর ৷

বাড়ি ফিরে ঘরের অবস্থা দেখে মাথায় হাত রামপ্রসাদের ৷ তিনি বলেন, "বাবার কাছে বাড়ির চাবি দিয়ে গিয়েছিলাম ৷ বড় মেয়ের পড়াশোনার জন্য আজ সকালে বাড়ি ফিরি ৷ ঘর খোলার আগেই দেখি দরজা খোলা । আমি ভেবেছিলাম, আমার বাবা-মা খুলেছে হয়তো ৷ কিন্তু ভিতরে ঢুকে দেখি সব ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে রয়েছে ৷" তিনি জানান, প্রায় 5-6 লক্ষ টাকার সোনার গয়না নিয়ে গিয়েছে চোর ৷ বাড়িতে নগদ 15 হাজার টাকা ছিল ৷ তাও চোর নিয়েছে ৷ ঠিক কখন এই ঘটনা ঘটে তা তিনি বলতে পারেননি ৷ রামপ্রসাদ জানান, বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন বৃষ্টি হয়েছিল ৷ আর তাঁর বাবা-মায়েরও বয়স হয়েছে ৷ তাঁরা ঘুমিয়ে ছিলেন ৷ তাই বোঝা যাচ্ছে না, চোর কখন এসে সব সাফ করে চলে গিয়েছে ৷

এরপর খবর দেওয়া হয় কুলপি থানায় ৷ ঘটনাস্থলে এসে কুলপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ শুধুমাত্র রামপ্রসাদের বাড়ি নয় ! ফাঁকা এলাকার সুযোগ নিয়ে এলাকার দু'টি মন্দিরেও চুরি করে চোর ৷ মন্দিরের প্রণামী বাক্স ভেঙে ও বিগ্রহের সোনা-রুপোর গয়না মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার মূল্যবান জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোর ৷ স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কীভাবে এই চুরির ঘটনা ঘটেছে, তা নিয়ে হতবাক কেশবনগর এলাকার বাসিন্দারা ৷ যদিও এই ঘটনা সামনে আসার পর থেকে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে কুলপি থানার পুলিশ ৷ এলাকার গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

আরও পড়ুন: জীবনের জামাইষষ্ঠী ! বাড়ির খাবার খেতে পারলেন না তৃণমূল বিধায়ক

ABOUT THE AUTHOR

...view details