বারুইপুর,12 জানুয়ারি : বারুইপুর থানার খাস মল্লিক এলাকায় একটি বাড়িতে চুরি ৷ চুরি যায়নি বিশেষ কিছু ৷ এমনটাই দাবি পুলিশের ৷ ঘটনায় অভিযোগ দায়ের করেছে পরিবার ৷
বারাইপুরে গৃহস্থের বাড়িতে চুরি - বারুইপুর পুলিশ স্টেশন
বন্ধ ঘরে ঢুকে সদর দরজার তালা ভেঙে চুরি ৷ খোয়া যায়নি বিশেষ কিছু ৷ তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ ৷
অনিত্র পাঁজা নামে এক স্কুল শিক্ষক চাকরি সূত্রে কলকাতায় থাকেন ৷ অনিত্রবাবুর আত্মীয়রাই ঘরের দেখভাল করেন ৷ এদিন সকালে তার এক আত্মীয় বাড়িটিতে গেলে সর্বপ্রথম নজরে আসে চুরির ঘটনাটি ৷ দেখা যায় ,বাইরের লোহার গেটের তালা ভাঙা ৷ ঘর তছনছ করা ৷ আলমারি ভাঙা ৷ সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দেওয়া হয়। তদন্ত শুরু করেছে পুলিশ, এখনও কোনও সূত্র মেলেনি বলে জানা গিয়েছে। তবে তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন, খুব শীঘ্রই চোর ধরা পড়বে।
অনিত্র পাঁজার আত্মীয়ের কথায়, চুরির ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে। আশা করছি দ্রুত চোর ধরা পড়বে ৷