পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

School Submerged in River : নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় হুগলি নদীতে তলিয়ে গেল আস্ত স্কুল - ঘোড়ামারা দ্বীপ

হঠাৎ এদিন আস্ত স্কুলবাড়ি নদীগর্ভে চলে যাচ্ছে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা ।

School Submerged in River
নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় হুগলি নদীতে তলিয়ে গেল আস্তে স্কুল

By

Published : Oct 20, 2021, 11:05 PM IST

Updated : Oct 21, 2021, 10:33 AM IST

ঘোড়ামারা দ্বীপ, 20 অক্টোবর : নিম্নচাপের জেরে প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গে এর মধ্যে গোদের ওপর বিষফোঁড়া পূর্ণিমার কোটাল । নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় জেরবার দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল । কোটাল-এর জেরে প্লাবিত সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার বিস্তীর্ণ অঞ্চল।

আরও পড়ুন : Landslide in North Bengal : মহানন্দা নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত সেতু, পাহাড়ে বহু জায়গায় ধস

এরমধ্যেই বিপত্তি ঘটে হুগলি নদীতে তলিয়ে গেল আস্ত একটি স্কুল বাড়ি । জানা গিয়েছে, গঙ্গাসাগরের ঘোড়ামারা দ্বীপ নদী ভাঙনের ফলে হুগলি নদীর গর্ভে তলিয়ে গিয়েছে খাশিমারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় । বুধবার বিকেলে হঠাৎ করে হুগলি নদীতে ভাঙন দেখতে পান স্থানীয় কয়েকজন ৷ কিছু বুঝে ওঠার আগে আস্ত স্কুল বাড়িটি হুগলি নদীর করাল গ্রাসে নিমজ্জিত হয় । টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বেশ কয়েকটি কাঁচা বাড়ি ৷ এরমধ্যে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্কুল ও ফ্লাট সেন্টার গুলি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল । কিন্তু হঠাৎ এদিন আস্ত স্কুলবাড়ি নদীগর্ভে চলে যাচ্ছে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা ।

Last Updated : Oct 21, 2021, 10:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details