দক্ষিণ 24 পরগনা, 9 নভেম্বর: ঘূর্ণিঝড় বুলবুল ইতিমধ্যে সাগরদ্বীপে আছড়ে পড়েছে । কলকাতা থেকে ঘণ্টাখানেকের দূরত্বে রয়েছে বুলবুল । এই মুহূর্তে গতিবেগ বেড়ে চলেছে ঘূর্ণিঝড়ের । আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছে, রাত 8টা থেকে 12 টার মধ্যে যে কোনও সময় ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবনে আছড়ে পড়বে । সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ।
সুন্দরবনে রাত 12টার মধ্যে আছড়ে পড়বে বুলবুল - শুরু হবে ঘূর্ণিঝড় বুলবুল
সাগরদ্বীপে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় । রাত 8টা থেকে 12টার মধ্যে আছড়ে পড়তে পারে সুন্দরবনে ।
বুলবুলের জেরে উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপকূলের জেলাগুলোতে বায়ুর গতিবেগ অনেকটাই বেড়ে গেছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, জোকাতে ভারী বৃষ্টি হয়েছে । কলকাতার অন্যান্য জায়গার মধ্যে ধাপা এলাকায় বৃষ্টির পরিমাণ সর্বোচ্চ ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আবহাওয়ার অবনতি হতে থাকবে । আগামীকাল দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে ।
Last Updated : Nov 9, 2019, 9:36 PM IST